পোর্ট লুইস (মরিশাস) : আন্তর্জাতিক মঞ্চে আরও এক শিরোপার অধিকারী হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান 'The Grand Commander of the Order of the Star and Key of the Indian Ocean'-এ সম্মানিত করার ঘোষণা করল মরিশাস সরকার। সেদেশে দুই দিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। মঙ্গলবার সন্ধেয় তিনি মরিশাসে বসবাসকারী ইন্ডিয়ান কমিনিটির সামনে বক্তব্য রাখার আগে আগে এই ঘোষণা করেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে এই সম্মানে সম্মানিত হতে চলেছেন মোদি। এটি কোনও দেশ কর্তৃক প্রধানমন্ত্রীকে দেওয়া ২১তম আন্তর্জাতিক পুরস্কার।
এই ঘোষণার সময় বিরাট করতালির মাঝেই রামগুলাম বললেন, "প্রধানমন্ত্রী, এটা আপনার জন্য খুবই উপযুক্ত। আমরা একটি প্রজাতন্ত্র হওয়ার পর থেকে, মাত্র পাঁচজন বিদেশি বিশিষ্ট ব্যক্তি এই উপাধি পেয়েছেন এবং তাঁদের মধ্যে একজন ব্যক্তি আছেন যাকে আমরা 'আফ্রিকার গান্ধি' বলি - নেলসন ম্যান্ডেলা যিনি ১৯৯৮ সালে এই উপাধি পেয়েছিলেন। আমি আপনাকে বলতে চাই যে আজ এখানে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত সম্মানিত এবং আপনি আপনার ব্যস্ত সময়সূচির মধ্যেও সময় বের করতে পেরেছেন।"
গত ডিসেম্বর মাসেই, কুয়েত প্রধানমন্ত্রী মোদির অসাধারণ সাফল্য এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার প্রশংসা করে তাঁকে তাদের সর্বোচ্চ সম্মান 'দ্য অর্ডার অফ মুবারক আল কবির' প্রদান করে। বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাষ্ট্রপ্রধান এবং বিদেশি সার্বভৌম এবং বিদেশী রাজপরিবারের সদস্যদের এই পদক প্রদান করা হয়।
এর আগে এই সম্মান বিল ক্লিনটন, প্রিন্স চার্লস এবং জর্জ বুশের মতো বিদেশি নেতাদের পাশাপাশি রানি এলিজাবেথ এবং প্রিন্স মুহাম্মদ বিন সলমানের মতো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদেরও দেওয়া হয়েছে। এর আগে, প্রধানমন্ত্রী মোদিকে গায়ানার সর্বোচ্চ বেসামরিক সম্মান, 'দ্য অর্ডার অফ এক্সিলেন্স' প্রদান করেন সে দেশের রাষ্ট্রপতি মহম্মদ ইরফান আলি। তাঁর দূরদর্শী রাষ্ট্রনায়কত্ব, বিশ্ব মঞ্চে উন্নয়নশীল দেশগুলির অধিকার রক্ষা, বিশ্ব সম্প্রদায়ের প্রতি ব্যতিক্রমী সেবা এবং ভারত-গায়ানা সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতির জন্য।
গায়ানায় ভারত-CARICOM শীর্ষ সম্মেলনের সময়, ডোমিনিকাও কোভিড-১৯ মহামারী চলাকালীন প্রধানমন্ত্রী মোদির গুরুত্বপূর্ণ সাহায্য এবং ভারত-ডোমিনিকা সম্পর্ককে উৎসাহিত করার প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ তাদের সর্বোচ্চ জাতীয় সম্মান, 'ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার' প্রদান করেছিল।