নয়া দিল্লি: রাশিয়া (Russia)-ইউক্রেনের (Ukraine) সমস্যার মধ্যেই এবার ইউরোপ (Europe) সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই বছরে এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী (Prime Minister)। ২মে অর্থাৎ আজই ইউরোপ সফরে যাচ্ছেন মোদি। তিন দিনের সফরে তিন দেশ ঘুরবেন তিনি। জানা গিয়েছে, জার্মানি (Germany), ডেনমার্ক (Denmark) এবং ফ্রান্সে (France) যাবেন নমো। 


প্রধানমন্ত্রী বার্লিনে জার্মান ফেডারেল চ্যান্সেলর ওলফ সোলজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। দুই নেতা ভারত-জার্মানি আন্তঃসরকারি বিষয় নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রীর বার্লিন সফরের আগে, জার্মানিতে ভারতীয় রাষ্ট্রদূত হরিশ পারভাথানেনি বলেছেন, "ভারত-জার্মানি আন্তঃসরকারি পরামর্শের জন্য প্রধানমন্ত্রীর ২ এবং ৩মে বার্লিন সফর করবেন। এই সফর একটি যুগান্তকারী সফর হতে চলেছেন৷ এই বছর আমরা কেবল আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনই করছি না৷ এছাড়াও ভারত-জার্মানি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উদযাপন করছি।" 


তিনি এও বলেন, "আমরা জার্মানির সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করার ২০ বছরেরও বেশি সময় হয়ে গেছে৷ IGC ফর্ম্যাটটি আমাদের ২ নেতা এবং তাঁদের মন্ত্রী পর্যায়ের সহকর্মীদের জন্য আমাদের কৌশলগত অংশীদারিত্বের উপাদানগুলি পর্যালোচনা করবে। এখন পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা করার এবং একটি ভবিষ্যত রোডম্যাপ তৈরি করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ।" 






কী কী সূচী রয়েছে? 


সোমবার সকাল সাড়ে ৯টায় বার্লিনে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেল ৪.১৫ নাগাদ মোদি ফেডারেল চ্যান্সেলারিতে ভারত-জার্মানি বৈঠক রয়েছে। এরপর ৭টা থেকে ৭.২০ পর্যন্ত মোদি মোদী ফেডারেল চ্যান্সেলারির প্রেস লাউঞ্জে সাংবাদিক সম্মেলনে যোগ দেবেন। এরপর ৮ থেকে ৮.৫০ পর্যন্ত ব্যবসায়িকদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নেবেন তিনি। 


সূচি অনুযায়ী, পিএম মোদি ১০টা থেকে ১০.৪৫ পর্যন্ত Theater Am PostdamerPlatz -এ একটি গ্র্যান্ড রিসেপশনে যোগ দেবেন। এরপর সাড়ে ১১টা নাগাদ-এ জার্মান চ্যান্সেলর ওলফ সোলজ আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন। ওলফ সোলজ জার্মান চ্যান্সেলর হওয়ার পর এটাই হবে দুই নেতার প্রথম বৈঠক।