মুম্বই: ২০১৫ সালে মুক্তি পায় জনপ্রিয় বলিউড ছবি 'দৃশ্য়ম' (Drishyam)। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অজয় দেবগন (Ajay Devgn), শ্রিয়া শরণকে। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যায় ইশিতা দত্ত, ম্রুণাল যাদবকে। এবার সেই ছবিরই সিক্যুয়েল আসতে চলেছে। 'দৃশ্য়ম টু' (Drishyam 2) ছবির ঘোষণা আগেই হয়েছে। জানা গিয়েছে এই ছবিতে দেখা যেতে চলেছে অজয় দেবগন ও তব্বুকে (Tabbu)। এবার তাঁদের সঙ্গেই এই ছবির টিমে যোগ দিলেন আর এক বলি তারকা।


'দৃশ্যম টু' ছবিতে অজয় - তব্বুর সঙ্গে অক্ষয় খন্না-


সদ্যই বলিউড অভিনেত্রী তব্বু তাঁর সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে 'দৃশ্যম টু' ছবির সম্পর্কে একটি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে আর এক বলিউড তারকা অক্ষয় খন্নার (Akshaye Khanna) সঙ্গে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'দৃশ্যম টু'-এর টিমে যোগ দিলেন একজন অসাধারণ অভিনেতা অক্ষয় খন্না।' সঙ্গে সত্যিকারের প্রতিভা বলে হ্যাশট্যাগও ব্যবহার করেছেন অভিনেত্রী। ২০১৫ সালে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার (Crimer Thrillar) 'দৃশ্যম'-এর সিক্যুয়েল এটি। জানা গিয়েছে, এই ছবিতে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ মীরা দেশমুখের চরিত্রেই দেখা যাবে তব্বুকে।




আরও পড়ুন - Rohit Shetty Upcoming Film: প্রাক্তন পুলিশকর্তার বায়োপিক নিয়ে আসছেন রোহিত শেট্টি


প্রসঙ্গত, অজয় দেবগনের বহু প্রতীক্ষিত ছবি 'রানওয়ে ৩৪' সদ্যই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। মুক্তির আগে থেকে ছবি সম্পর্কে দর্শকদের উত্তেজনা থাকলেও বক্স অফিসে তার প্রভাব খুব একটা পড়েনি। এই ছবির প্রথমদিনের ব্যবসা খুব একটা আশাজনক হয়নি। অন্যদিকে তব্বুর আগামী ছবি 'ভুল ভুলাইয়া টু' মুক্তি পাবে আগামী ২০ মে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণীকে। অক্ষয় কুমারের হরর কমেডি 'ভু ভুলাইয়া'র সাফল্যের পর এই ছবিকে ঘিরে আশাবাদী দর্শকেরা। ইতিমধ্যেই এই ছবির টিজার, মোশন পোস্টার এবং ট্রেলার মুক্তি পেয়েছে। রহস্য বাড়িয়েছে মঞ্জুলিকা।