নয়াদিল্লি : সালটা ছিল ২০২০। সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী। ১ মিনিট ৪৭ সেকেন্ডের সেই ভিডিও ট্যুইটার (তৎকালীন), ইনস্টাগ্রাম ও ফেসবুকে আপলোড করা হয়। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওয় প্রধানমন্ত্রীকে তাঁর সরকারি বাসভবন লোককল্যাণ মার্গে একটি ময়ূরের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। শুধু তা-ই নয়, নিজের বাসভবনে নিয়মিত ময়ূরের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। এবার নতুন অতিথি পেল প্রধানমন্ত্রীর বাসভবন। ৭ লোককল্যাণ মার্গে এল একটি বাছুর। যাকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রীর স্নেহচুম্বনের ছবি এখন ভাইরাল। বাছুরের নাম দেওয়া হয়েছে 'দীপজ্যোতি।'


এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ৭ লোককল্যাণ মার্গে বাসভবন চত্বরে একটি বাছুরের জন্ম দিয়েছে গো মাতা। এর পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে প্রধানমন্ত্রীকে দীপজ্যোতির সঙ্গে সময় কাটাতে দেখা যায়।


 






এক্স হ্যান্ডেলের পোস্টে হিন্দিতে মোদি লিখলেন, "আমাদের ধর্মগ্রন্থেই বলা আছে- 'Gaavh Sarvasukh Pradaah'। লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন চত্বরে শুভবার্তা নিয়ে এসেছে এক নতুন সদস্য। প্রধানমন্ত্রীর বাসভবনে, প্রিয় গো মাতা নতুন এক বাছুরের জন্ম দিয়েছেন। যার কপালে আলোর চিহ্ন। সেইজন্য, আমি ওর নাম রেখেছি দীপজ্যোতি ।"