নয়াদিল্লি: করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫,০০০ টাকা দান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। শোনা যাচ্ছে, নিজস্ব সঞ্চয় থেকে এই টাকা দান করেছেন তিনি।


করোনার সঙ্গে লড়াই করতে প্রধানমন্ত্রী চালু করেছেন প্রাইম মিনিস্টার্স সিটিজেন অ্যাসিসট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েসনস ফান্ড। এই কোষাগার স্বাস্থ্যবান, রোগমুক্ত ভারত গড়ে তুলবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। ক্রীড়াবিদ, শিল্পপতি, চলচ্চিত্রশিল্পী সহ বহু নামী ব্যক্তি এই কোষাগারে ইতিমধ্যেই অর্থসাহায্য করেছেন। প্রধানমন্ত্রী টুইটে বলেন, সব সমাজ থেকে আসা মানুষ করোনার বিরুদ্ধে দেশের লড়াইয়ে নিজস্ব অবদান রাখার ইচ্ছাপ্রকাশ করেছেন। এই মানসিকতাকে সম্মান জানিয়ে তৈরি হল প্রাইম মিনিস্টার্স সিটিজেন অ্যাসিসট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েসনস ফান্ড। খুব অল্প টাকা হলেও এতে সাহায্য দেওয়ার জন্য আবেদন করেন প্রধানমন্ত্রী, বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে আরও স্বাস্থ্যবান ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার চেষ্টায় কোনওরকম ফাঁক থাকা উচিত নয়।

জনতা কারফিউয়ের দিন বিকেলে ছেলের কথায় করোনার বিরুদ্ধে যুদ্ধরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ থালা বাজাতে দেখা যায় প্রধানমন্ত্রীর অশীতিপর মাকে। প্রধানমন্ত্রী নিজে টুইট করেন সেই ভিডিও।