দক্ষিণ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাও'তে। ইতিমধ্যেই দলের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানানো হয়েছে, পাঁচ NDRF টিমকে পশ্চিম উপকূলীয় রাজ্যের মোতায়েন করা হবে।
সাইক্লোন অপারেশনে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে NDRF দল। আইএমডি-র আপডেট অনুযায়ী, তীব্র গতি নিয়ে গুজরাত উপকূল, দমন-দিউ, দাদরা এবং নগর হাভেলির দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় টাও'তে। ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ধ্যায় এক রিভিও মিটিংয়ে বসবেন।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘূর্ণঝড় পরিস্থিতি মোকাবিলার জন্য সংশ্লিষ্ট রাজ্য, কেন্দ্রীয় মন্ত্রক এবং এজেন্সিগুলির প্রস্তুতি পর্যালোচনা করেছেন এবং জনগণকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিদ্যুৎ সংযোগ, টেলি যোগাযোগ, স্বাস্থ্য, পানীয় জলের মতো জরুরি পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগেই জানানো হয়েছিল ১২ ঘণ্টার মধ্যে মারাত্মক আকার নেবে সাইক্লোন টাও'তে, ইতিমধ্যেই ৫ রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
ভারতের মৌসম বিভাগ ঘূর্ণিঝড় নিয়ে হাই অ্যালার্ট জারি করেছে। আরব সাগরে তৈরি নিম্নচাপ ঘণীভূত হয়ে অতি শক্তিশালী সাইক্লোনিক ঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সর্বশক্তি নিয়ে মঙ্গলবারই গুজরাত উপকূলে আছড়ে পড়বে টাও'তে।
প্রাথমিকভাবে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে যাবে ঘূর্ণিঝড়। ১৮ তারিখের মধ্যে উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে গুজরাতের কাছে আছড়ে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উল্লেখ্য়, শনিবার থেকেই কেরালায় প্রবল বর্ষণ শুরু হয়েছে। উপকূলবর্তী এলাকায় বইছে ঝোড়ো হাওয়া। সবমিলিয়ে কার্যত বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যার আশঙ্কায় ইতিমধ্যেই নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। লাল সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের তিরুবনন্তপুরম, কোল্লাম, পথনামতিত্থা, আলাপ্পুঝা ও এরনাকুলামে।
সাইক্লোন "টাও'তে"-র অর্থ কী? জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে টাও'তে। নামকরণ করেছে মায়ানমার। সেখানকার স্থানীয় ভাষায় টাও'তে শব্দটির অর্থ হল গেকো। এক ধরনের সরিসৃপ। এটিই এবছরের এই অঞ্চলের প্রথম সাইক্লোন।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লুএমও)-র কাছে একটি নামের তালিকা থাকে। সেখান থেকে যথাযথ ক্রান্তীয় ঘূর্ণিঝড় অববাহিকার জন্য নাম বাছা হয়। অনেকক্ষেত্রে ঘূর্ণিঝড় যদি অত্যন্ত শক্তিশালী হয়, তখন নাম পাল্টে দেওয়া হয়।