মিজোরাম: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মিজোরামের মন্ত্রী এল লালজিরলাইনা। তবে এরপরের ছবিটা সত্যিই মন কাড়া। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের মেঝে পরিস্কার করছেন তিনি। এই ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে। লাইক কমেন্ট শেয়ারে এটি এখন ভাইরাল নেটিজেনদের দেওয়ালে। জানা গিয়েছে, মন্ত্রীর পরিবারও আক্রান্ত হয়েছেন করোনায়। ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন তাঁর স্ত্রী ও ছেলে।
জানা গিয়েছে, এ প্রসঙ্গে লালজিরলাইনা বলেছেন, 'আমি হাসপাতালের মেঝে পরিষ্কার করার জন্য কর্মীকে ডেকেছিলাম। কেউ এসে পৌঁছননি তাই নিজেই এই কাজ করেছি। এই কাজ করে আমি চিকিৎসক বা নার্সদের লজ্জায় ফেলতে চাইনি। আমাকে দেখে যাতে আরও অনেকে এই কাজ করেন, সেই জন্যই হাসপাতালের ফ্লোর পরিষ্কার করেছি।
সংবাদ সংস্থা পিটিআইকে তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, মন্ত্রী বলেন, 'ঝাড়ু দেওয়া, ঘর মোছা বা বাড়ির অন্যান্য কাজ তাঁর কাছে নতুন নয়। এই কাজ তিনি আগেও করেছেন। যখন প্রয়োজন হয় তখনই তিনি এগুলো করে থাকেন বলেও জানিয়েছেন। পাশাপাশি তাঁর কথায়, 'আমি কখনই নিজেকে অন্যদের থেকে ওপরে ভাবিনি।'
স্বাভাবিকভাবেই এই ছবি মন কেড়েছে সকলের। এমন খারাপ পরিস্থিতিতেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাওয়ার এই বার্তা মনের জোর আরও বাড়াবে বলেই জানাচ্ছেন নেটিজেনরা।