নয়াদিল্লি: মঙ্গলবার আগরা, বারাণসী ও লখনউয়ে ছোট বিক্রেতাদের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতা করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের স্বনিধি প্রকল্পের আওতায় যে সকল ছোট বিক্রেতা স্বল্প সুদে ১০ হাজার টাকা ব্যবসায়িক মূলধন সহায়তা পেয়েছেন, তাঁরা ওই বৈঠকে অংশ নিয়েছিলেন।
সেখানেই তিনি ওই বিক্রেতাদের প্রশ্ন করেন, আপনাদের ব্যবসা কেমন চলছে? এই ঋণ পাওয়ার আগে কতজন আধিকারিকের সঙ্গে আপনাদের দেখা করতে হয়েছিল? এখন দৈনিক কত আয় করছেন?
এরপরই মোদি অবশ্য হাল্কাচ্ছলে বলেন, যদিও আমি কোনও আয়কর আধিকারিক নই, তা সত্ত্বেও আমি এই প্রশ্নগুলি করছি। বারাণসীর এক মোমো বিক্রেতাকে মোদি বলেন, আমি শুনেছি, বারাণসীতে মোমো ভীষণই জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও আমাকে কেউ এখনও পর্যন্ত মোমো খেতে বলেনি...।
প্রকল্পের সুবিধাপ্রাপ্তদের মোদি জানান, এই ঋণকে যে করমুক্ত করা যেতে পারে -- সেই বিষয়ের সঙ্গে তাঁরা অবগত কি না। পাশাপাশি, স্টলে সোশ্যাল ডিস্টান্সিংয়ের নিয়ম যথাযথভাবে পালন করা হচ্ছে কি না-- তাও সকল বিক্রেতার কাছে জানতে চান প্রধানমন্ত্রী।
মোদি বলেন, লকডাউনের সময় আমাদের বিক্রেতা ভাই-বোনরা ভীষণই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন এটা আমাদের দায়িত্ব তাঁদের ক্ষমতায়ণ করা। বর্তমান পরিস্থিতিতে, বেতনভোগীদেরও ঋণ পেতে প্রত্যেক দুয়ারে দুয়ারে মাথা টেকতে হয়েছে।
সেখানে গরিব ভাইদের তো ব্যাঙ্কে যাওয়ারই সাহস হয় না। কিন্তু, এখন ব্যাঙ্ক তাঁদের কাছে এসেছে। ব্যাঙ্কের নিরলস প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব ছিল না।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২৪ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাড়ে ৫ লক্ষের বেশি আবেদন শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকেই এসেছে, যার মধ্যে ৩.২৭ লক্ষ মঞ্জুর করা হয়েছে। মোট ১২ লক্ষের বেশি আবেদন মঞ্জুর করা হয়েছে।