PMGKAY: কোভিডকালে জীবিকা সঙ্কটের মুখোমুখি হয়েছিল দেশ। কাজ হারিয়েছিলেন বহু মানুষ। দেশবাসীর এরকম পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ায় কেন্দ্রীয় সরকার। শুরু হয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। পরবর্তীকালে যার মাধ্যমে বিনামূল্যে রেশন পান দেশের ৮০ কোটি মানুষ।
সম্প্রতি এই যোজনার মেয়াদকাল বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র জানিয়েছে, ২০২২ সালের মার্চ পর্যন্ত বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। জেনে নিন কীভাবে ৮০ কোটি দেশবাসীকে প্রভাবিত করছে এই যোজনা।
PMGKAY: প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনায় কারা সুবিধা পান ?
করোনা সংক্রমণের কারণে গত বছর সারা দেশে লকডাউন জারি করে সরকার। যার কারণে বিপদে পড়ে দেশের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি। ফুটপাথের বাসিন্দা, হকার, রিকশাচালক, পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই এই প্রকল্প শুরু করে সরকার। গত ২ বছর আর্থিকভাবে দুর্বল মানুষের পেটে ভাত জোগাতে চালিয়ে যাওয়া হয় এই প্রকল্প।
Prime Minister Garib Kalyan Yojana: যোজনার বাজেট কত?
২০২০ সালের ২৬ মার্চ ২১দিনের লকডাউনের কথা মাথায় রেখে এই যোজনা শুরু করে সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় প্রাথমিকভাবে ১.৭ লক্ষ কোটি বরাদ্দ করা হয়। তবে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এই প্রকল্পে ৫৪,৩৪৪ কোটি টাকা ব্যয় করা হবে। যার ফলে সব মিলিয়ে এই প্রকল্পের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ২.৬ লক্ষ কোটি টাকা।
PMGKAY:আপনি কত রেশন পান ?
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চতুর্থ পর্যায়ে সরকার ২০২১ সালের নভেম্বর পর্যন্ত অতিরিক্ত খাদ্যশস্য বরাদ্দ করেছিল। এই স্কিমের মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি রেশন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা পিএম রেশন ভর্তুকি স্কিম নামেও পরিচিত। এর মোট সুবিধাভোগী দেশের ৮০ কোটি মানুষ।এই রেশনের মাধ্যমে ভর্তুকি দেওয়া হচ্ছে দরিদ্র মানুষকে।
এই যোজনা সম্পর্কে আরও জানতে যোগাযোগ করুন
https://pmmodiyojana.in/pradhanmantri-ration-subsidy-yojana/