করোনায় হারিয়ে জীবনযুদ্ধে জয়ী ৯৪ বছরের কবি গুলজার দেহলভি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jun 2020 10:15 AM (IST)
বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই প্রবীণ কবি।
ছবি সৌজন্যে: উইকিমিডিয়া
নয়াদিল্লি: বিশিষ্ট উর্দু কবি আনন্দমোহন জুৎসি গুলজার দেহলভি করোনা যুদ্ধে জয়ী হলেন। ৯৪ বছর বয়সে করোনা সংক্রমণকে পরাস্ত করেছেন তিনি। বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই প্রবীণ কবি। সারদা নামের এই হাসপাতালটিতে শুধু করোনা রোগীদেরই চিকিৎসা হয়। ১ তারিখ তিনি ভর্তি হন, রবিবার ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সরকারি আধিকারিক রাকেশ চৌহান জানিয়েছেন, রবিবার ওই হাসপাতাল থেকে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে দেহলভিও একজন। সারা জীবন উর্দু কবিতার একনিষ্ঠ সাধক দেহলভির বয়সোচিত উপসর্গ ছাড়াও হৃদযন্ত্র ও থাইরয়েড সংক্রান্ত অসুস্থতা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর যখন চিকিৎসা শুরু হয় তখন তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন। শরীরে অক্সিজেন অত্যন্ত কম ছিল, তাই দ্রুত আইসিইউ-তে দেওয়া হয়। তাঁর জন্য সারাক্ষণ একজন চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মী ছিলেন। ধীরে ধীরে উন্নত হয় তাঁর পরিস্থিতি।