হায়দরাবাদ: ধর্ষণে দোষী সাব্যস্তদের ২১ দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে নতুন বিল পাশ করল অন্ধ্রপ্রদেশ বিধানসভা।
প্রতিবেশী রাজ্য তেলঙ্গানায় পশু-চিকিৎসক গণধর্ষণ ও পুড়িয়ে হত্যা ও তার অব্যবহিত পরে অভিযুক্তদের পুলিশ এনকাউন্টারে মৃত্যু-- এই ঘটনাবলি থেকে শিক্ষা নিয়ে নতুন আইন দ্রুত পাশ করানোর সিদ্ধান্ত নেয় অন্ধ্রপ্রদেশ প্রশাসন। শুক্রবার, অন্ধ্রপ্রদেশ দিশা ফৌজদারি আইন (অন্ধ্র সংশোধনী) বিল, ২০১৯ পাশ করানো হয়। মূলত, ওই পশু-চিকিৎসককে শ্রদ্ধা জানাতেই আইনের নাম ‘দিশা’ রাখা হয়েছে।
এই আইন অনুযায়ী, ‘ধর্ষণ ও গণধর্ষণে দোষীসাব্যস্তদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ২১দিনের মধ্যে বিচারপর্ব শেষ করতে হবে। ৭দিনের মধ্যে শেষ করতে হবে পুলিশের তদন্ত। পরবর্তী ১৪ দিনের মধ্যে শেষ করতে হবে শুনানি। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এম সুচারিতা বিলটি বিধানসভায় পেশ করেন। অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেস বিলটিকে ‘বৈপ্লবিক’ বলে উল্লেখ করেছে। সরকারের তরফে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় যথেষ্ট প্রমাণ থাকলে, দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। অন্য কোনও বিকল্প দেওয়া হবে না।
প্রসঙ্গত, হায়দরাবাদ পশু-চিকিৎসক গণধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ ওঠার পর দেশের প্রথম রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ এই ধরনের বিল পাশ করল। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বলেন, নির্ভয়াকাণ্ডের দোষীদের এখনও শাস্তি হয়নি। দিশার পর দেশব্যাপী যে বিপুল প্রতিবাদ-বিক্ষোভ ওঠে, এই বিল তৈরির সময় তা মাথায় রাখা হয়েছিল। তিনি জানান, যেহেতু দিশা বিল কেন্দ্র ও রাজ্য-- যৌথ তালিকাভুক্ত, তাই এই বিলটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ধর্ষণে দোষীর ফাঁসি ২১ দিনেই, অন্ধ্রপ্রদেশে বিধানসভায় ‘দিশা’ বিল পাস
Web Desk, ABP Ananda
Updated at:
13 Dec 2019 06:17 PM (IST)
মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি বলেন, নির্ভয়াকাণ্ডের দোষীদের এখনও শাস্তি হয়নি। দিশার পর দেশব্যাপী যে বিপুল প্রতিবাদ-বিক্ষোভ ওঠে, এই বিল তৈরির সময় তা মাথায় রাখা হয়েছিল।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -