কলকাতা: সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ককে ফোনে খুনের হুমকি ও মেসেজ পাঠিয়ে উত্যক্ত করার অভিযোগ। বর্ধমান থেকে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সৌমেন ঘোষাল গলসির বাসিন্দা। তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর অভিযোগ, প্রথমে তাঁকে ফোন করে উত্যক্ত করেন ওই বিজেপি কর্মী। এরপর হোয়াটসঅ্যাপে অশালীন মেসেজ ও পরে ফোন করে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।


সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন সোনারপুর দক্ষিণের বিধায়ক। গতকাল বর্ধমান থেকে অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে।


সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম তারকা প্রার্থী ছিলেন তিনি। সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির আরেক তারকা প্রার্থী অঞ্জনা বসুকে হারিয়ে বিধায়ক নির্বাচিত  হয়েছেন। এবার সেই সিনে জগতের তারকা তথা তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রকে হোয়াটসঅ্যাপে অশালীন মেসেজ এবং ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে।
লাভলি মৈত্রর অভিযোগ, তাঁকে খুনের হুমকি দেওয়া শুরু হয়। ব্যক্তিগত ভাবে আক্রমণ করে মেসেজগুলো করা হয়।   তিনি এই ঘটনায় বিজেপিকে আক্রমণ করেছেন।  তৃণমূল বিধায়কের অভিযোগ, বৃহস্পতিবার থেকে তাঁকে উত্যক্ত করা শুরু হয়। বাধ্য হয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ সূত্রে খবর, প্রথমে অভিযুক্তের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়। তারপর পূর্ব বর্ধমানের গলসি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে।তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র বিজেপিকে নিশানা করেছেন। 
রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সরব বিজেপি। নির্বাচন পর্ব মেটার পরেও রাজনৈতিক হিংসার অভিযোগে লাগাতার শাসক শিবিরকে নিশানা করছে গেরুয়া শিবির। দুই পক্ষের বাকযুদ্ধ চরমে উঠেছে।    কিন্তু এর মধ্যেই তৃণমূল বিধায়ককে অশালীন মেসেজ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। পুলিশ দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।