রাঁচি: করোনার সঙ্গে যুদ্ধটা সব ক্ষেত্রে কিন্তু কঠিন নয়। বিশেষ করে এমন সহ নাগরিক পাশে থাকলে এই মারণ যুদ্ধও মুহূর্তে সহজ হয়ে ওঠে।
ঝাড়খণ্ডের গোড্ডায় জনৈক পুলিশকর্মী করোনা মাস্ক কেনার পয়সা দিয়েছেন এক পথচারীকে। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনেরও তা নজরে পড়েছে, ওই পুলিশকর্মীর প্রশংসা করে তিনি গোড্ডার অফিসারদের নির্দেশ দিয়েছেন, তাঁকে যেন পুরস্কৃত করা হয়।
পাহাড় জঙ্গলে ঘেরা ঝাড়খণ্ডে এখনও উঁকি দেয়নি করোনা। তারপরেও ওই পুলিশকর্মী যে সচেতনতা দেখিয়েছেন, তা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত প্রশংসা কুড়িয়েছে।