নয়াদিল্লি: দেশজুড়ে ছড়াচ্ছে করোনা ভাইরাস। আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এই মুহূর্তে অনেকের কাছেই আশার আলো ম্যালেরিয়ার চিকিত্সার ওষুধ হাইড্রক্সি-ক্লোরোকুইন। যদিও এই ওষুধ এখন করোনা আক্রান্তদের সংষ্পর্শে আসা মানুষদেরই খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
প্রয়োজনে এই ওষুধের ঘাটতি যাতে না হয়, তার জন্য রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করল কেন্দ্র।
২৫ মার্চ হাইড্রক্সি-ক্লোরোকুইনের রফতানিতে বিধিনিষেধ জারি করা হয়। হাইড্রক্সি-ক্লোরোকুইনের সঙ্গে সঙ্গে, তা থেকে তৈরি অন্যান্য ওষুধের রফতানিতেও নিষেধাশ্রা জারি হয়েছে। বুধবার বাণিজ্যমন্ত্রকের তরফে এই নিষেধাজ্ঞা আরোপিত হয়।
সম্প্রতি দেখা গিয়েছে করোনার চিকিত্সায় আশাপ্রদ ফল দিচ্ছে এই ওষুধ। যার ফলে, করোনায় হাইড্রক্সি-ক্লোরোকুইন ব্যবহারে সবুজসংকেত মেলে। কিন্তু প্রেসক্রিপশন ছাড়াই অনেক সুস্থ মানুষও শুধু আতঙ্কের বশে এই ওষুধ কিনে খাচ্ছেন। তা ঠিক নয়, বলে বারবার বলছেন বিশেষজ্ঞরা।
করোনা আক্রান্ত রোগীর পরিবারকেও সুরক্ষার জন্য এই ওষুধ দেওয়া যাবে।
এর আগে মঙ্গলবার সব ধরনের হ্যান্ড স্যানিটাইজার ও অক্সিজেন মাস্ক-সহ ভেন্টিলেটর সামগ্রীর রফতানি বন্ধ করে সরকার।
ঘাটতি রুখতে হাইড্রক্সি-ক্লোরোকুইনের রফতানি বন্ধ করল কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Mar 2020 03:53 PM (IST)
প্রয়োজনে এই ওষুধের ঘাটতি যাতে না হয়, তার জন্য রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করল কেন্দ্র...
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -