কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনাবসানে দলমতনির্বিশেষে শোকপ্রকাশ করলেন রাজনৈতিক নেতানেত্রীরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গাঁধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক- সকলে এই বরণীয় শিল্পীর মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন। দেখে নেওয়া যাক কিছু টুইট

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে ভারতীয় সিনেমা এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্বকে হারাল। অপু ট্রিলজি সহ সত্যজিৎ রায়ের একের পর এক মাস্টারপিসে তাঁর অভিনয় স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার, চলচ্চিত্র জগৎ ও দুনিয়া জুড়ে কোটি কোটি অনুরাগীকে সমবেদনা।

বাংলা ও হিন্দিতে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমন্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত।


চলে গেলেন ফেলুদা। ... আন্তর্জাতিক, ভারতীয় ও বাংলা সিনেমা এক বিশাল ব্যক্তিত্বকে হারাল। অনাথ হয়ে গেল বাংলা সিনেমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট।


সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত। এক প্রবাদপ্রতিম অভিনেতা যিনি বাংলা চলচ্চিত্রতে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। ভারতীয় সিনেমা এক রত্ন হারাল। টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


বাংলার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, সত্যজিৎ রায়ের মাস্টারপিসগুলির সমার্থক। টুইট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের।


বড় পর্দায় ফেলুদাকে অমর করে রেখেছেন। লিখেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।


অসামান্য অভিনেতা। তাঁর প্রয়াণে আমি শোকাহত। টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী।


উদয়ন পণ্ডিত অপরাজেয়। ৮৫ তে এসে ৪০ দিনের লড়াই থামেনি। তিনি অপরাজিত। তিনি বেঁচে আছেন, থাকবেন, তাঁর অমর সৃষ্টিতে, স্মৃতিতে, অসংখ্য মানুষের অন্তরের অন্তঃস্থলে। লিখেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।


আপনি সকলের হৃদয় মন জুড়ে থাকবেন। টুইট করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।