আগরতলা: কাল আগরতলায় রবীন্দ্র ভবনের সামনেই হচ্ছে অভিষেকের (Abhishek Banerjee) জনসভা। হাইকোর্টে বড় ধাক্কা বিপ্লব দেব প্রশাসনের। পুলিশের যুক্তি উড়িয়ে দিয়ে সভার অনুমতি ত্রিপুরা হাইকোর্টের (Tripura Highcourt)। সভাস্থল পরিবর্তনের নির্দেশ দিতেই হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল (TMC)। ভার্চুয়াল শুনানি হয় বিচারপতি শুভাশিস তলাপাত্রর এজলাসে।
অনলাইনে শুনানি করেন বিচারপতি শুভাশিস তলাপাত্র। কাল আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে উত্তেজনা। সভাস্থল মাপতে এলে পুলিশের সঙ্গে বচসায় তৃণমূল নেতৃত্ব। অনুমতি দিয়েও পরে সভাস্থল সরানোর নির্দেশ পুলিশের। রবীন্দ্র ভবনের সামনে থেকে আস্তাবল ময়দানে সভা সরানোর নির্দেশ। করোনাকালে বেশি জনসমাগমের আশঙ্কাপ্রকাশ করে নির্দেশ ত্রিপুরা পুলিশের। রবীন্দ্র ভবনের সামনেই সভা করতে অনড় তৃণমূল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের আগে ফের সম্মুখ সমরে বিজেপি ও তৃণমূল। রবিবার আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা। তার ২৪ ঘণ্টা আগে সভাস্থল পরিবর্তনের নির্দেশ দিল ত্রিপুরা পুলিশ। তা নিয়েই বেধেছে সংঘাত। ঠিক ছিল রবিবার আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য মঞ্চ তৈরিও সম্পূর্ণ। কিন্তু, শনিবার দুপুরে হঠাৎই জনসভার জায়গা বদলের জন্য নোটিস দেয় ত্রিপুরা পুলিশ। বলা হয়, করোনা সংক্রমণের আশঙ্কা থাকায় সভা করতে হবে আগরতলার আস্তাবল ময়দানে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, "বিজেপি এভাবে ষড়যন্ত্র করছে, প্রথমে RT PCR জারি, সভা বানচাল করার কৌশল।"