Adhir Ranjan Chowdhury : মমতা বন্দ্যোপাধ্যায় 'বিজেপি-র অক্সিজেন সাপ্লায়ার', কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছেন ; তোপ অধীরের

Adhir Chowdhury attacks Mamata Banerjee : বুধবার শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, "UPA আবার কী ? UPA বলে কিছু নেই।"

Continues below advertisement

নয়া দিল্লি : মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ পাওয়ারের বৈঠক "পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্র"। কংগ্রেসকে দুর্বল করার জন্য এটা করা হয়েছে। তাছাড়া তৃণমূলনেত্রীকে "বিজেপি-র অক্সিজেন সাপ্লায়ার" বলেও তোপ দাগলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। যদিও পাওয়ারের প্রশংসা করেছেন অধীর। 

Continues below advertisement

বুধবার NCP সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, "UPA আবার কী ? UPA বলে কিছু নেই।" তৃণমূলনেত্রীর এই মন্তব্যের প্রতিবাদে সরব হন অধীর।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যখন গোটা দেশে বিজেপি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং প্রতিটা দিন ওদের পরিস্থিতির অবনতি হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওদের অক্সিজেন জোগাতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অক্সিজেন সাপ্লায়ার হয়ে উঠেছেন। তাই বিজেপি ওঁর ওপর সন্তুষ্ট।

অধীর চৌধুরী আরও সুর চড়িয়ে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন না UPA কি ? আমার মনে হয়, উনি পাগলামি করছেন। উনি ভাবছেন গোটা ভারত বোধ হয়, 'মমতা-মমতা' স্লোগান তুলছে। কিন্তু, ভারত মানে শুধু পশ্চিমবঙ্গ নয়। রাজ্যে শেষ নির্বাচনে উনি যে কৌশল নিয়েছিলেন তা ধীরে ধীরে উন্মোচন হচ্ছে।"

কংগ্রেস নেতা আরও বলেন, আজ ওঁর(মমতা) শক্তি বৃদ্ধি পেয়েছে, কারণ মোদিজি ওঁর পাশে দাঁড়িয়েছেন। তাই উনি কংগ্রেসকে দুর্বল করার সব চেষ্টাই করছেন। শরদ পাওয়ার কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলেননি। উনি একজন বর্ষীয়ান নেতা। ওঁকে আমরা প্রচুর শ্রদ্ধা করি। এটা শরদ পাওয়ার ও অন্য দলের লোকেদের ফাঁদে ফেলার পূর্ব পরিকল্পিত চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের। উনি বিজেপির বিকল্প দেখাতে চাইছেন। আর এটাই বিজেপিকে বেশি ফায়দা দিচ্ছে।"

প্রসঙ্গত, আজ শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে বেরিয়ে মমতা বলেন, যে ফ্যাসিবাদ চলছে তার বিরুদ্ধে কেউই লড়াই করছে না। কিন্তু, শক্তিশালী বিকল্পের প্রয়োজন রয়েছে। শরদজি অন্যতম বর্ষীয়ান নেতা। আমি এনিয়ে আলোচনা করতে এসেছিলাম। শরদজি যা বলেছেন তাতে আমি সহমত। UPA বলে কিছু নেই ।

Continues below advertisement
Sponsored Links by Taboola