কলকাতা: রাজ্য, জেলা হোক বা পঞ্চায়েত, একলপ্তে একঝাঁক নেতা আজ যোগ দিচ্ছেন বিজেপিতে। এবিপি আনন্দের হাতে বিজেপিতে যোগদানকারী নেতাদের তালিকা। যে তালিকায় রয়েছেন ৯ জন বিধায়ক। যার মধ্যে ৬ জন বিধায়কই তৃণমূল কংগ্রেসের। সিপিআই, সিপিএম ও কংগ্রেসের একজন করে বিধায়ক রয়েছেন সেই তালিকায়।
আজই সভামঞ্চে বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, রয়েছেন প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, অপর এক প্রাক্তন সাংসদ তথা উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, হলদিয়ার সিপিআইএম বিধায়ক তাপসী মণ্ডল, তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা যোগ দিচ্ছেন বিজেপিতে। বিজেপির তালিকায় আছেন কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা, নাগরাকাটার তৃণমূল বিধায়ক সুকরা মুণ্ডা।
আজই বিজেপি যোগ দিচ্ছেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস, পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের মতো নেতারাও। সদ্য তৃণমূল ছাড়া বাঁকুড়ার প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কর্নেল দীপ্তাংশু চৌধুরি, কংগ্রেস নেতা সণ্ময় বন্দ্যোপাধ্যায়ও আজ বিজেপিতে যোগ দিচ্ছেন।
উল্লেখযোগ্যভাবে আজ অমিত শাহের মেদিনীপুরের সভা থেকে বিজেপিতে যোগ দিচ্ছেন ৬ সংখ্যালঘু নেতা। এছাড়া জেলা থেকে পঞ্চায়েত স্তরের বহু নেতা-নেত্রীও যোগ দেবেন। পশ্চিম মেদিনীপুরের কাবেরী চট্টোপাধ্যায়, স্নেহাশিস ভৌমিক, আকাশদীপ সিং, ঝাড়গ্রামের তন্ময় রায় রয়েছেন তালিকায়। যার সঙ্গে আছেন রঞ্জন বৈদ্য, দেব মহাপাত্ররা। পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী অনুগামী বলে পরিচিত সুকুমার দাসও যোগ দিচ্ছেন বিজেপিতে।
রইল পুরো তালিকা-
সুনীল মণ্ডল (সাংসদ)
দশরথ তিরকে (প্রাক্তন সাংসদ)
বনশ্রী মাইতি (বিধায়ক, উত্তর কাঁথি, পূর্ব মেদিনীপুর)
তাপসী মণ্ডল (বিধায়ক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর)
অশোক দিন্দা (বিধায়ক, তমলুক, পূর্ব মেদিনীপুর)
সুদীপ মুখোপাধ্যায় (বিধায়ক, পুরুলিয়া)
বিশ্বজিৎ কুণ্ডু (বিধায়ক, কালনা)
সৈকত পাঁজা (বিধায়ক, পূর্ব বর্ধমান)
শীলভদ্র দত্ত (বিধায়ক, ব্যারাকপুর, উত্তর ২৪ পরগণা)
দীপালী বিশ্বাস (বিধায়ক, গাজোল, মালদা)
সুকরা মুণ্ডা (বিধায়ক, নাগরাকাটা, জলপাইগুড়ি)
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (প্রাক্তন মন্ত্রী)
গুরুত্বপূর্ণ অন্য নেতারা-
কর্নেল দীপ্তাংশু চৌধুরি (তৃণমূলের রাজ্য স্তরের নেতা)
আশিস দত্ত ও বাপ্পা মজুমদার (আলিপুরদুয়ার)
কার্তিক পাল ও প্রফুল্ল বর্মন (উত্তর দিনাজপুর)
সত্যেন রায় (প্রাক্তন বিধায়ক) ও দেবাশিস মজুমদার (দক্ষিণ দিনাজপুর)
সণ্ময় বন্দ্যোপাধ্যায় (উত্তর ২৪ পরগণা)
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় (দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের, চেয়ারম্যান)
নিত্যানন্দ চট্টোপাধ্যায় (পূর্ব বর্ধমান)
গৌতম রায় (পুরুলিয়া)
সমীরণ মিশ্র (হুগলি জেলা পরিষদ, অধ্যক্ষ)
দেবাশিস মুখোপাধ্যায় (ডানকুনি মিউনিসিপ্যালিটি, ভাইস চেয়ারম্যান)
ইন্দ্রজিৎ দত্ত (হুগলি)
গৌতম মাঝি (হুগলি)
সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা-
অধ্যাপক ওহেদুল হক (রাজ্যস্তরের নেতা)
পারভেজ রহমান (প্রাক্তন বিধায়ক, হুগলি)
আলমগীর মোল্লা (হুগলি)
কবিরুল ইসলাম (তৃণমূল সংখ্যালঘু সেলের সহ সভাপতি)
কারাম হোসেন খান (বীরভূম)
FIRST ON আনন্দঃ শুভেন্দু সহ একঝাঁক বিধায়ক অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিচ্ছেন, দেখে নিন পুরো তালিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Dec 2020 01:43 PM (IST)
৯ জন বিধায়কের মধ্যে ৬ জন বিধায়কই তৃণমূল কংগ্রেসের। সিপিআই, সিপিএম ও কংগ্রেসের একজন করে বিধায়ক রয়েছেন সেই তালিকায়।
NEXT
PREV
রাজনীতি (politics) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -