আরএসএস প্রধানের সঙ্গে দেখা করলেন প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়? ভাইরাল ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Dec 2020 10:31 AM (IST)
যদিও আরএসএস-এর মুখপাত্র জিষ্ণু বসু দাবি করেছেন, এরকম কোনও সাক্ষাৎ হয়নি।
কলকাতা: আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়ের সাক্ষাতের জল্পনা চলছে। গতকাল সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে আরএসএসের দফতর কেশব ভবন থেকে বেরিয়ে আসছেন বর্তমানে রাজ্য মানবাধিকার কমিশনের প্রশাসনিক সদস্য নপরাজিত মুখোপাধ্যায়। যদিও আরএসএস-এর মুখপাত্র জিষ্ণু বসু দাবি করেছেন, এরকম কোনও সাক্ষাৎ হয়নি। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি দাবি করেন, বৈঠক তো দূর, আরএসএস প্রধানকে তিনি চেনেনই না!