সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: ‘বাংলার গর্ব মমতা’ নামে এক ট্যুইটার অ্যাকাউন্টে বিজেপি বিরোধী স্লোগানে অর্জুন সিংহের লাইক! আর এ নিয়েই শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা! বিজেপি সাংসদের দাবি, তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে এসব করা হয়েছে। এ নিয়ে কটাক্ষের সুর তৃণমূলের গলায় ৷
ট্যুইটার অ্যাকাউন্টের নাম- ‘বাংলার গর্ব মমতা’। প্রোফাইলে সাধারণ মানুষের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার মুখ্যমন্ত্রীর একাধিক ছবি! আর ঠিক তার নীচেই জ্বলজ্বল করছে একটি পোস্ট!!! তাতে লেখা রাজ্য বিজেপির সহ সভাপতি অর্জুন সিংহ বিজেপি বিরোধী পোস্টে লাইক করলেন... পোস্টের সঙ্গে ট্যাগ করা ছবিতে লেখা রয়েছে, ‘চক্রান্তকারী রাজ্য বিজেপি, লজ্জা লজ্জা!!!’ আর তাতেই লাইক করা হয়েছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ নাম ও ছবি দেওয়া একটি অ্যাকাউন্ট থেকে! আর এ নিয়েই শুরু হয়েছে চাপানউতোর।
২০১৯-এর লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ভাটপাড়ার তত্কালীন তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ। পরে ব্যারাকপুর আসন থেকে বিজেপির টিকিটে জিতে তিনি সাংসদ হন। এ হেন অর্জুন সিংহ, যিনি উঠতে-বসতে তৃণমূলকে আক্রমণের কোনও সুযোগই হাতছাড়া করেন না, তিনি কেন শাসকদলের ট্যুইট লাইক করতে যাবেন? তাহলে ভোটের আগে নতুন কোনও জল্পনা? না কোনও চক্রান্ত? ব্যারাকপুরের বিজেপি সাংসদ, অর্জুন সিংহ বলেন, ‘‘এটা আমার অ্যাকাউন্ট নয়। ফেক অ্যাকাউন্ট বানিয়ে আমাকে ম্যালাইন করার চেষ্টা করছে। আমি সাইবারক্রাইম শাখায় অভিযোগ করব৷ উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ জানান, ‘‘ওর সব কিছুই ফেক..... নিজেই একটা ফেক। তাই সবকিছুতেই ফেক দেখে...৷’’
বিজেপির বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর রটানোর অভিযোগে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার বিজেপি সাংসদের নামেই ভুয়ো অ্যাকাউন্ট খুলে তৃণমূলের পোস্টে লাইক দেওয়ার অভিযোগ উঠল।