কলকাতা: বঙ্গ রাজনীতিতে বড়সড় চমক। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ আসানসোলের দু’বারের সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। যা নিয়ে, তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভবানীপুরে প্রচার করতে আসবেন কি না তা নিয়েও জোর জল্পনা চলছে।
এরই মধ্যে রবিবার সকালে চেতলায় প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল বলেন, "বাবুল সুপ্রিয়র সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। বোনের বিরুদ্ধে ভবানীপুরে প্রচারে আসবেন না বলেই মনে হয়। তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত ব্যক্তিগত। ভবানীপুরের বিজেপি প্রার্থী বলেন, "বাবুল সুপ্রিয় তো ভবানীপুরে কিছু কাজ করেননি। আসানসোল হলে না হয় বলতাম যে এর প্রভাব পড়তে পারে। আমার এটা বিশ্বাস আছে যে বোনের বিরুদ্ধে উনি প্রচার করবেন না। আমি ওঁর জায়গায় থাকলে আমিও করতাম না।"
এদিকে, রবিবারের সকালে চেতলায় ভোটের প্রচারে গিয়ে বাবুল সুপ্রিয়কে পলিটিক্যাল ট্যুরিস্ট বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির দাবি, দলে বা উপনির্বাচনে বাবুলের দলবদলের প্রভাব পড়বে না। তবে একইসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, গতকাল বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বাবুলের দলবদল নিয়ে আগাম খবর ছিল না দলের কাছে। এদিন ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে চেতলা বাজারে প্রচারে যান বিজেপি রাজ্য সভাপতি। চেতলায় চায়ের আসরে চলে জনসংযোগ।
আরও পড়ুন, বাবুল সুপ্রিয় 'পলিটিক্যাল ট্যুরিস্ট'! ভোটের প্রচারে কটাক্ষ দিলীপের
শনিবারই তৃণমূলে যোগ দিয়েছে বাবুল সুপ্রিয়। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন প্রাক্তন বিজেপি সাংসদ। মোদি মন্ত্রিসভার রদবদলে তাঁর মন্ত্রিত্ব খোয়া যাওয়ার পর প্রকাশ্যেই উষ্মাপ্রকাশ করেছিলেন বাবুল। গত ৩১ জুলাই, সোশ্যাল মিডিয়ায় পোস্টে রাজনীতিকে 'আলবিদা' জানানোর কথা ঘোষণা করেছিলেন বাবুল।
সম্প্রতি,ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারের জন্য বলা হয়েছিল বাবুল সুপ্রিয়কে। গেরুয়া শিবির সূত্রে খবর, ব্যক্তিগত কারণে বাবুল তা প্রত্যাখ্যান করেন। এদিন, তৃণমূলে যোগ দেওয়ার পর বাবুল জানিয়ে দিলেন, আসন্ন উপনির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে প্রচারে নামতেও রাজি বলে জানালেন বাবুল।