কলকাতা : নরেন্দ্র মোদি (Narendra Modi) মন্ত্রিসভার সদস্য হিসেবে বাদ পড়ার মাত্র আড়াই মাসের যুযুধান মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবিরের নাম লেখানো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আসন্ন ভবানীপুর উপনির্বাচনে তৃণমূলেনেত্রীর হয়ে প্রচারে ঝাঁপানোর কথাও জানিয়ে রেখেছেন আসানসোলের দু'বারের সাংসদ। কিন্তু ঠিক কী কারণে পদ্ম শিবিরের প্রতি মোহভঙ্গ! বাবুল সুপ্রিয় (Babul Supriyo) নিজেই খোলসা করেছেন যে কথা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে সাংবাদিক সম্মেলন 'কাজ করার সুযোগ'-এর প্রসঙ্গ জানানোর পর বাবুল বিস্তারিতভাবে জানিয়েছেন তাঁর ভাবনা। তাঁর সাফ কথা, প্রচুর খাটাখাটনির পরও যেভাবে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল, তা মেনে নিতে পারেননি তিনি।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাবুল সুপ্রিয় বলেছেন, 'বিজেপির জন্য কঠোর পরিশ্রম করেছিলাম। কিন্তু যেভাবে আমাকে বেঞ্চে বসিয়ে দেওয়া হয়েছিল তাতে খুব খারাপ লেগেছে। আর সুযোগ যদি আসে তখন সিদ্ধান্ত নিতে হয় কী করা উচিত, আমি সেই সিদ্ধান্তটাই নিয়েছি।' এদিন তৃণমূলে যোগ দিয়ে বাবুল সাংবাদিক সম্মেলনে বলেছেন, 'বাংলার জন্য কিছু করার জন্যই তাঁর ফের রাজনীতিতে ফেরা। বাবুল বলেন, ‘রাজনীতি ছাড়ব বলার পর ৭ বছরের পরিশ্রম ধুলোয় মিশে গিয়েছিল। এর মধ্যে প্রতিহিংসার কিছু নেই। আমার ঘনিষ্ঠরা বলেছেন রাজনীতি ছাড়ার কথা ঘোষণা ঠিক হয়নি। বাংলার জন্য কিছু করার জন্যই ফের রাজনীতিতে ফেরা।’
সাংবাদিক সম্মেলনে তিনি যোগ করেন, ‘গত ৩-৪ দিনের মধ্যেই পট পরিবর্তন হয়েছে। আমার রাজনীতি ছাড়ার ঘোষণায় কোনও কপটতা ছিল না। মন্ত্রিত্ব ছাড়ার পর কেন্দ্রীয় নিরাপত্তাও ছেড়ে দিয়েছিলাম। আসানসোলের মানুষের জন্য অনেক কাজ করেছি। সেই সময় রাজনীতিতে ফেরার কোনও পরিকল্পনা ছিল না।’
আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাবুল সুপ্রিয়
আরও পড়ুন: মোদি মন্ত্রিসভার সদস্য থেকে যুযুধান মমতা শিবির, আড়াই মাসের মধ্যেই অভাবনীয় পটপরিবর্তন