কলকাতা : টিকা নিয়ে আজ কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে টিকা নিয়ে কড়া ভাষায় মন্তব্য করেছেন। তাঁর মন্তব্যের এবার পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রীকে এসব নিয়ে কম চিন্তা করতে বললে ভাল হয়। আগে রাজ্যের বিষয়টা উনি সামলে নিক। তারপর দেশ এবং বাকি বিষয় নিয়ে মন্তব্য করবেন।


করোনার ভ্যাকসিন নিয়ে আজ ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "টিকা নিয়েও জুমলা করছে", বলে তোপ দাগেন তিনি। বলেন, "দেশে বলা হচ্ছে ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে। কিন্তু, ডবল ডোজ পেয়েছে মাত্র ২৯ কোটি মানুষ। টিকা নিয়েও জুমলা করছে, হ-য-ব-র-ল। "


রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী। কাল উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক রয়েছে। যাবেন কার্শিয়ঙেও। তার আগে আজ শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে যোগ দেন মমতা। কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন। টিকা নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে বলেন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রকে টিকা দেওয়া হোক আপত্তি নেই। কিন্তু বাংলাকে কেন পর্যাপ্ত পরিমাণে টিকা দেওয়া হবে না ? আমরা ভ্যাকসিন কিনতে চেয়েছিলাম, তাও দেয়নি। 


তিনি আরও বলেন,



  • আমরা ৭ কোটি টিকা এখনও পর্যন্ত দিতে পেরেছি

  • আমাদের প্রয়োজন ১৪ কোটি টিকা, পেয়েছি ৭ কোটি

  • সবাইকে ডবল ডোজ না দিতে পারলে ১০০ শতাংশ বলব কী করে?

  • সত্যি কথা বলা ভাল, সত্যি আড়াল করা ঠিক নয়

  • দেশে বলা হচ্ছে ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে

  • ডবল ডোজ পেয়েছে মাত্র ২৯ কোটি মানুষ

  • করোনার টিকার সার্টিফিকেটে নরেন্দ্র মোদির ছবি 

  • তাহলে ডেথ সার্টিফিকিটে কেন মোদির ছবি থাকবে না?

  • সারা ভারতে এখনও ৩৫ কোটি মানুষ একটি ডোজও পাননি

  • ছোটদের জুড়লে সংখ্যাটা ৭০-৭৫ কোটিতে পৌঁছে যাবে

  • বাংলায় একটাও টিকা নষ্ট হয়নি

  • কোভ্যাক্সিন যাঁরা নিয়েছেন, তাঁরা বিদেশে যেতে পারছেন না

  • ছাত্রছাত্রীরা বিদেশে যেতে পারছেন না, তাহলে মোদি আমেরিকায় গেলেন কী করে?

  • কেন এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল না কোভ্যাক্সিন?