শিলিগুড়ি : তাঁর সংগ্রামী রাজনৈতিক জীবনের কথা সকলের জানা। লড়াই করতে করতে উঠেছেন। আজ শিলিগুড়িতে বক্তব্য রাখার সময় সেই কথাই তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ১২-১৩ বছর বয়স থেকে রাজনীতি করছি। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে আজ এই জায়গায় পৌঁছেছি। আমাকে জীবন্ত লাশ বলতে পারেন। স্বাধীনতার পর এত আঘাত আর কারও উপর আসেনি।

তিনি বলেন, "আমি গান লিখি, কথা দি। আমি আমার আগামী দিনের ছেলে মেয়েদের বলব, আমরা যখন ছোট থেকে বড় হয়েছিলাম, আমাদের বাবা মায়েরা, শিক্ষক শিক্ষিকারা, স্বামী বিবেকানন্দের 'কল ট্যু দ্য নেশন' বইটা পড়। অথবা নেতাজি সুভাষচন্দ্র বোসের 'তরুণের স্বপ্ন' বইটা। এগুলো পড়ে কিন্তু আমরা মানসিক শান্তি পেতাম, এগুলো পড়ে বড় হয়েছি।

মমতা আর যা যা বললেন,

  • পুজো উদ্বোধন করার পর অসুস্থ হয়ে পড়েছিলাম
  • ২০ বছর আমার জ্বর হয়নি, কাজ করে কেটে গেছে
  • আমি সব পুজো করি, মনকে পবিত্র করি
  • সবাইকে শুভ বিজয়া জানাই
  • যে সব ঘাটে ছট পুজো হবে, সেগুলি পরিষ্কার করে রাখুন
  • বাংলায় শ্মশানের শান্তি নয়, মৈত্রীর শান্তি, সম্প্রীতির শান্তি
  • বাংলাটা ত্রিপুরা নয় যে, গেলেই মাথায় মারো
  • সন্তোষমোহনের মেয়ের উপরও হামলা হয়েছে
  • বিজেপি বাংলায় হিংসার কথা বলছে, আগে ত্রিপুরাকে দেখুন
  • হামলার পর চিকিত্‍সাও করতে দেওয়া হচ্ছে না
  • উত্তরপ্রদেশেও ঢুকতে দেওয়া হয় না
  • পুজোর মরশুমে মূল্যবৃদ্ধির জ্বালায় জেরবার সাধারণ মানুষ
  • ডিজেল-পেট্রোল-গ্যাসের দাম বাড়িয়েই চলেছে, কারও ভ্রুক্ষেপ নেই
  • বিএসএফের এরিয়া ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার করল কেন?
  • কিছু রাজনৈতিক মানুষ অশান্তি পাকানোর জন্য উস্কানি দিচ্ছে
  • পুজোর আগে বলে গেল এখানে দুর্গাপুজো করতে দেওয়া হয় না
  • কোনওরকম বিভাজন, ভাগাভাগিতে বিশ্বাস করি না আমরা