কলকাতা: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (Uttarpradesh Assembly Election) সমাজবাদী পার্টির হয়ে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মঙ্গলবার কালীঘাটে বৈঠকের পর এমনটাই জানিয়েছিলেন অখিলেশ যাদবের (Akhilesh Yadav) দূত হয়ে রাজ্যে আসা কিরণময় নন্দ। তৃণমূল সুপ্রিমোর এই সফর নিয়েই এবার কটাক্ষ ছুঁড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাংবাদিকদের এদিন বিজেপি (BJP) নেতা বলেন, "মুখ্যমন্ত্রী যা হিন্দি বলেন, ওই হিন্দি উত্তরপ্রদেশের কেউ বুঝবে না। দোভাষীর সাহায্য নিলে তাও কিছুটা সুবিধা হত। উত্তরপ্রদেশে অন্য ধরনের হিন্দি চলে।"


এখানেই থেমে থাকেননি শুভেন্দু। তিনি বলেন, "উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে লাভ হবে বিজেপিরই। উত্তরপ্রদেশে বিজেপি খুবই শক্তিশালী, বাংলার কারও প্রচারের দরকার নেই। মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে যেতে পারেন, তাঁকে বিজেপি বহিরাগত বলবে না। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার উত্তরপ্রদেশে নামতে বাধা দেবে না বিজেপি।' 


আরও পড়ুন, উত্তরপ্রদেশে ভোটের আগে বিজেপি-তে মুলায়মের পুত্রবধূ


মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সমাজবাদী পার্টির সহ- সভাপতি কিরণময় নন্দ জানিয়েছিলেন, ৮ ফেব্রুয়ারি মমতা-অখিলেশ ভার্চুয়ালি যৌথ সাংবাদিক বৈঠক হবে।  উত্তরপ্রদেশ ভোটের আগে নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীও যাবেন তৃণমূলনেত্রী।   বারাণসীতেও মমতা-অখিলেশ যাদবের ভার্চুয়াল বৈঠক হবে। তবে উত্তরপ্রদেশে ভোটে কোনও প্রার্থী দেবে না তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এদিন বলেন, "কিরণময় নন্দ এখন রাজনীতিতে অত্যন্ত অপ্রাসঙ্গিক।"                   


কোভিড আবহে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে ভোটের র‍্যালিতে। তাই সেখানে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা-অখিলেশ। কালীঘাটে তৃণমূলনেত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন অখিলেশের দূত। লখনউয়ে অখিলেশের সঙ্গে ভার্চুয়ালি প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানান হয়েছে এদিন। এর আগে বিধানসভা নির্বাচনে মমতাকে পূর্ণ সমর্থন করেছিলেন মুলায়ম সিংহ পুত্র। সমাজবাদী পার্টির জয়া বচ্চনও আসেন তৃণমূলের প্রচারে।