সৌভিক মজুমদার, কলকাতা: তৃণমূল ক্ষমতা হারাবে। বিজেপির ক্ষমতায় আসা স্রেফ সময়ের অপেক্ষা। প্রজাতন্ত্র দিবসে বেলেঘাটায় দলের পদযাত্রায় অংশ নিয়ে এই মন্তব্যই করলেন বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়। বিষয়টিকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
বিজেপিতে সক্রিয় হওয়ার পর জেলায় জেলায় কর্মসূচি নিচ্ছিলেন। মঙ্গলবার বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে বেলেঘাটা বরফ কল পর্যন্ত বিজেপির পদযাত্রায় সামিল হলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কলকাতার প্রাক্তন মেয়র কখনও হাঁটলেন, কখনও উঠলেন হুড খোলা গাড়িতে ৷ কখনও আবার বিজেপি কর্মীর স্কুটির পিছনে সওয়ার হলেন শোভন ৷
মিছিলের আগাগোড়াই হাঁটলেন বিজেপি নেত্রী ও কলকাতা জোনের সহ আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় জানান, ‘‘তৃণমূলকে যেতে হবে, বিজেপির ক্ষমতায় আসা এখন স্রেফ সময়ের অপেক্ষা ৷’’
বিজেপির রোড শো-তে তারস্বরে বাজছিল ডিজে! ওই একই সময় বেলেঘাটার একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিসের সামনে গান বাজানো হচ্ছিল। এই নিয়ে শাসকদলকে আক্রমণ করেন শোভন-বৈশাখী। বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘তৃণমূল প্রোগ্রাম চুরির চেষ্টা করেছিল, ওরা এখনও পাকা চোর হয়ে উঠতে পারেনি।’’
শোভন-বৈশাখীর পদযাত্রাকে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। গত লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফলাফলের নিরিখে, কলকাতার ১১টি আসনের মধ্যে, তৃণমূল ৮টি ও বিজেপি ৩-টিতে এগিয়ে। এর মধ্যে জোড়াসাঁকো বাদ দিলে, রাজ্যের দুই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও শশী পাঁজার কেন্দ্র রাসবিহারী ও শ্যামপুকুরে এগিয়ে বিজেপি। ক্রেতা-সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের কেন্দ্র মানিকতলায় তৃণমূলের এগিয়ে থাকার ব্যবধান মাত্র ৮৬১! মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে তৃণমূল এগিয়ে থাকলেও, মার্জিন ৩ হাজারের কিছু বেশি। এই পরিস্থিতিতে, একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয়ভাবে মাঠে নামিয়ে বিজেপি আগামী নির্বাচনে কতটা ফায়দা তুলতে পারে, তার উত্তর দেবে সময়।