সরগরম অন্ধ্রপ্রদেশ (Andhrapradesh) রাজনীতি। চন্দ্রবাবু নাইডুকে (Chandrababu Naidu) বেনজির আক্রমণের মুখে পড়তে হল বিধানসভায় (Assembly)। আর এরপরই সাংবাদিক বৈঠকে সে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বর্ষীয়ান রাজনীতিক। সম্প্রতি কুপ্পমে পুরভোটে পরাজিত হয়েছিল তাঁর দল তেলেগু দেশম পার্টি (টিডিপি)। এরপর যখন বিধানসভায় প্রবেশ করেন চন্দ্রবাবু, সেই সময়ই ওয়াইসিপি সদস্যরা তাঁকে আক্রমণ করেন।
এই ঘটনায় 'অপমানিত' চন্দ্রবাবু বিধানসভা বয়কট করেন। এরপর একটি সাংবাদিক বৈঠক করেন চন্দ্রবাবু নাইডু। সেখানে এই ঘটনার প্রসঙ্গ উঠতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। চন্দ্রবাবু নাইডু রাজনৈতিক ক্ষেত্রের এক 'পোড়খাওয়া' রাজনীতিক। ৪০ বছরের রাজনৈতিক জীবনে এমন অপমানিত হননি বলেই জানান তিনি। ওয়াইসিপি বিধায়ক এবং মন্ত্রীরা, যারা কুপ্পমের সাম্প্রতিক পৌরসভার লড়াইয়ে চন্দ্রবাবুর পরাজয়ের জন্য প্রচার করছেন, তাঁরা আজ বিধানসভায় ক্ষোভ প্রকাশ করেছেন।
শুধু তাই নয়, ওয়াইসিপি বিধায়ক আম্বাতি রায়বাবু চন্দ্রবাবু নাইডুর স্ত্রী সত্যমনি ভুবনেশ্বরীর নামেও কটাক্ষ করেন বলে অভিযোগ। এর পরে, চন্দ্রবাবু টিডিপি সদর দফতরে গিয়ে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি কান্নায় ভেঙে পড়েন। বিধানসভার উন্নয়নেও গভীর দুঃখ প্রকাশ করেন তিনি।
চন্দ্রবাবু বলেন, বিধানসভায় ওয়াইসিপির মনোভাব খুবই খারাপ। চন্দ্রবাবু বলেছিলেন যে তিনি খুব সংযত হলেও সিএম জগন বারবার তাঁকে উস্কে দিয়েছেন। তবে ব্যক্তিগত সমালোচনাকে অগ্রাহ্য করেননি তিনি। স্ত্রীর নাম উল্লেখ করে তাকে অপমান করা হয়েছে এবং তা তিনি সহ্য করতে পারছেন না বলে জানান বর্ষীয়ান রাজনীতিক। একথা বলতে বলতেই প্রেস মিটে কেঁদে ফেলেন চন্দ্রবাবু। তাঁকে এভাবে কাঁদতে দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক।