কলকাতা: কেন্দ্রের বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি নিয়ে তুঙ্গে বিতর্ক। এরই মধ্যে বিএসএফের কাজের পরিসর বৃদ্ধির বিরোধিতায় রাজ্যের তৃণমূল (TMC) সরকারের পাশে দাঁড়িয়েছেন অপর্ণা সেন (Aparna sen)। পরিচালক-অভিনেত্রীর মন্তব্যর পর এবার তাঁকে কড়া ভাষায় বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 


বিজেপি (BJP) নেতা বলেন, "বাংলাদেশে যখন দুর্গাপুজোর সময় হিন্দু নিধন হয়, দুর্গাঠাকুরের মূর্তি ভাঙা হয়, তখন অপর্ণা সেন কোথায় ছিলেন ভাতাজীবী?  নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকারের পে রোলে আছেন। প্রেস ক্লাবে গিয়ে বড় বড় কথা বলছেন বিএসএফ সম্পর্কে । প্রমাণ দিতে পারবেন? যে সব শব্দ ব্যবহার করা হয়েছে বিএসএফদের নিয়ে তা দেশপ্রেমিক হিসেবে মেনে নেওয়া যায় না।" 



প্রসঙ্গত, বিএসএফের কাজের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে প্রতিবাদে সরব অপর্ণা সেন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে অপর্ণা সেন বলেছেন, 'সবচেয়ে আগে বলা দরকার, ১৯৪৫-র জেনিভা কনভেনশন অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার পিলার (আইবিপি) থেকে  দেড়শো গজ দূরে থাকবে কাঁটাতারের বেড়া বা  দেওয়াল। কিন্তু সেগুলো বাড়তে বাড়তে অনেক জায়গায় ইতিমধ্যেই ৬ কিলোমিটার, অনেক জায়গায় ১২ কিলোমিটার হয়ে গেছে' । বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি পেলে অনুপ্রবেশ, চোরাচালান, জঙ্গি কার্যকলাপ  রোখার ক্ষেত্রে  সহায়ক হবে বলে যুক্তি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে অপর্ণা সেন বলেছেন, 'চোরাচালনের কথা বলা হলে, বর্ডার পিলার থেকে যদি কাঁটাতার এতটা দূরে থাকে তাহলে তো চোরাচালান চলবে। বিএসফের উচিত আইবিপি-র  কাছাকাছি থাকা । তারা যদি ৫০ কিমি ভেতরে চলে আসে তাহলে ওদিকে কী হচ্ছে, তা কী করে আটকানো যাবে। মাথায় ঢুকছে না'। 


আরও পড়ুন, কাশফুল দিয়ে বালিশ, বালাপোশ বানানোর আইডিয়া মুখ্যমন্ত্রীর


কেন্দ্রের বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি নিয়ে তুঙ্গে বিতর্ক। নিউটাউনে বিএসএফের সদর দফতরে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে প্রস্তাব পাস বিএসএফের সম্মানহানি হয়েছে। কাজের পরিসর বৃদ্ধিতে বন্ধ হবে চোরাচালান, গরুপাচার। বললেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দুর এই ভিজিটকে 'রাজনৈতিক' বলেছে তৃণমূল। 


এ প্রসঙ্গে শিশির-পুত্র বলেন, "তাপস রায় আর উদয়ন গুহকে এনে ক্ষমা চেয়ে যাক ওঁরা। তাহলে তো বুঝব। ওঁদের হয়ে আমাকে ক্ষমা চাইতে হল।"