কলকাতা: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের (National Anthem) অবমাননার অভিযোগ তুলল বিজেপি (BJP)। মমতার মুম্বই সফরে যোগ হল এক নয়া বিতর্ক। চেয়ারে বসে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ উঠল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সাংসদ রাজু বিস্ত, অমিত মালব্য-সহ একাধিক নেতা টুইট করেছেন।
ট্যুইটারে অমিত মালব্য লিখেছেন, জাতীয় সঙ্গীত শুরু করার সময় মুখ্যমন্ত্রী বসেছিলেন।বাংলার সংস্কৃতি, দেশের জাতীয় সঙ্গীত ও রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মহারাষ্ট্রের এক নেতা প্রশ্ন তুলেছেন এই ঘটনায় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হবে না? যদিও তৃণমূলের তরফে এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, দু'দিনের মুম্বই সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার ঠাসা কর্মসূচী ছিল তাঁর। দুপুর ১ টায় বিদ্বজ্জনেদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানেই প্রশ্ন ওঠে কে হবেন ভারতের প্রধানমন্ত্রী। সেই প্রশ্নের উত্তরেই এমন মন্তব্য করেছেন মমতা। তিনি বলেন, ‘পরিস্থিতি ঠিক করবে কে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, বিজেপিকে (BJP) বোল্ড আউট করাই প্রথম লক্ষ্য, খেলা হবে।’
আরও পড়ুন, "নিষ্ঠুর ও অগণতান্ত্রিক দল," শাহরুখের প্রসঙ্গে টেনে বিজেপিকে আক্রমণ মমতার
বিজেপিকে নিশানা করে মমতার বক্তব্য, 'চরম দক্ষিণপন্থীদের হাতে আক্রান্ত দেশ। দেশকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে আমাদের একজোট হয়ে লড়তে হবে।' পাশাপাশি কংগ্রেস (Congress) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে না। আমরা বিজেপিকে জিততে দিতে পারি না।’
পাশাপাশি বাণিজ্য নগরী থেকে কংগ্রেসের বিরুদ্ধেও উষ্মা প্রকাশ করেছেন। NCP সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করে বেরনোর পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে ফ্যাসিবাদ চলছে তার বিরুদ্ধে কেউই লড়াই করছে না। কিন্তু, শক্তিশালী বিকল্পের প্রয়োজন রয়েছে। শরদজি অন্যতম বর্ষীয়ান নেতা। আমি এনিয়ে আলোচনা করতে এসেছিলাম। শরদজি যা বলেছেন তাতে আমি সহমত। UPA বলে কিছু নেই ।