চেন্নাই: মঙ্গলবার ফল ঘোষণা হল তামিলনাড়ুর পুরভোটের (Tamil Nadu Urban Local Body Election)। বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়লাভ করল মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (Chief Minister M K Stalin) দল ডিএমকে (DMK) এবং তার জোটসঙ্গীরা। ১২ হাজার ৮০০-এর বেশি সংখ্যক ওয়ার্ডের দুই তৃতীয়াংশের অধিক ডিএমকের দখলে। একইসঙ্গে তামিলনাড়ু ২১টি পুরসভাতেই স্ট্যালিনের জয়জয়কার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের কথায়, 'সরকারের 'দ্রাবিড় মডেল' (‘Dravidian Model’) পছন্দ করেছেন মানুষ। এটা তারই জয়।' তিনি জানান, মানুষ তাঁর ওপর যে বিশ্বাস রেখেছেন তা তিনি বহন করবেন। সাধারণ মানুষকে এই বিপুল পরিমাণ সমর্থনের জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি।


ভোটের এই ফলাফলের লক্ষ্যণীয় একটি বিষয়, যে বিরোধী পক্ষ এআইডিএমকে-র হাত থেকে পশ্চিমাঞ্চলও ছিনিয়ে নিয়েছে DMK। 'গ্রেটার চেন্নাই কর্পোরেশন' সহ ২১টি পুরসভায় DMK সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এছাড়াও ১৩৮টি পৌরসভা এবং ৪৯০টি শহর পঞ্চায়েতের মধ্যে বেশিরভাগেই জয় লাভ করেছে ডিএমকে। সংবাদ সংস্থা পিটিআইয়ের মতে, ক্ষমতায় থাকা DMK পুরসভার ৯৪৬টি ওয়ার্ড, ২ হাজার ৩৬০টি পৌরসভা এবং ৪ হাজার ৩৮৮টি শহর পঞ্চায়েতে জিতেছে, যার মধ্যে তামিলভূমের প্রাক্তন মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী এবং ও পনিরসেলভাম সহ AIADMK নেতাদের নিজেদের গড়ও রয়েছে। প্রধান বিরোধী দল AIADMK ২০০০টির বেশি ওয়ার্ডের সদস্য পদে জয়লাভ করে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে DMK-এর থেকে তাদের ব্যবধান বেশ অনেকটাই। AIADMK-এর তরফে জানানো হয়েছে, যারা এই দলকে বেছে নিয়েছে তাদের ধন্যবাদ এবং তারা বলেছে যে জনগণের কাজ অব্যাহত থাকবে। 


আরও পড়ুন: EC on Political Rallies: নির্বাচনী প্রচারবিধিতে ছাড় নির্বাচন কমিশনের, পূর্ণ জমায়েতের অনুমতি, বাড়ল প্রচারের সময়ও


DMK-এর জোট সঙ্গীদের মধ্যে কংগ্রেস ৭৩টি পুরসভা আসন, ১৫১টি পৌরসভা ওয়ার্ড এবং ৩৬৮টি শহর পঞ্চায়েত আসন জিতেছে। বাম ও জোটের বাকি দলও বেশ ভাল ফল করেছে। এই সমস্ত দলের ফলাফল মিলিয়েই DMK বিপুল ভোটে জয়লাভ করতে পেরেছে।


মঙ্গলবার তামিলনাড়ুর পুর নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি তামিলনাড়ুর ২১টি কর্পোরেশন, ১৩৮টি পৌরসভা এবং ৪৮৯টি শহর পঞ্চায়েত মিলিয়ে ১২ হাজার ৫০০টি ওয়ার্ডে ভোট হয়। গ্রেটার চেন্নাই, আওয়াদি এবং তাম্বারম কমিশনারেটের প্রায় ২ হাজার ৪০০ কর্মকর্তা ও ৭ হাজার ২০০ জন পুলিশকর্মী গণনার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।