WB Election 2021 LIVE Updates: রামমন্দির করলে ভারতবর্ষের মানুষের খিদে মিটবে? বাগনানের সভা থেকে বিজেপিকে আক্রমণ ফিরহাদ হাকিমের, পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের
West Bengal Election 2021 Live Updates: বিজেপির কটাক্ষ, দেখানোর জন্য দুয়ারে সরকার, বাস্তবে মানুষের কাছ থেকে দূরে সরে গেছে সরকার।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 17 Jan 2021 10:19 PM
প্রেক্ষাপট
কলকাতা: ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী বুধবার দুদিনের সফরে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর আগে শুক্রবার নির্বাচন কমিশন প্রকাশিত করেছে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা। এই নিয়ে রাজ্যজুড়ে জল্পনার মধ্যেই ভোটের প্রস্তুতি...More
কলকাতা: ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী বুধবার দুদিনের সফরে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর আগে শুক্রবার নির্বাচন কমিশন প্রকাশিত করেছে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা। এই নিয়ে রাজ্যজুড়ে জল্পনার মধ্যেই ভোটের প্রস্তুতি নিয়ে চূড়ান্ত তৎপরতা নির্বাচন কমিশনের।নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যে এবার বাড়তি ভোটার ২০ লক্ষের বেশি। ভোটার তালিকা অনুযায়ী, রাজ্যে এবার ভোটার সংখ্যা বাড়ল ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩। বিভিন্ন কারণে তালিকা থেকে বাদ গেছে ৫ লক্ষ ৯৩ হাজার ৯২১ জন ভোটারের নাম। রাজ্যে মহিলা ভোটার ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪ জন। পুরুষ ভোটার ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬।সবমিলিয়ে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০। নতুন ভোটারের সংখ্যা ১.১৪ থেকে বেড়ে হয়েছে ২.৬৮ শতাংশ।উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন রাজ্য সফর সেরে বৃহস্পতিবারই দিল্লি ফিরেছেন। আর আগামী বুধবারই মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে ১১ সদস্যের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে। তবে ২০০১ সালের পর এই প্রথম দুদিনের সফরে রাজ্যে আসছে ফুল বেঞ্চ।নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে আসার পর ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক হবে ফুল বেঞ্চের সদস্যদের। পাশাপাশি, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, প্রশাসনিক আধিকারিক ও সমস্ত জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের সঙ্গেও ফুল বেঞ্চের সদস্যদের বৈঠক হবে।নির্বাচনী আধিকারিকদের জন্য রক্ষাকবচেরও ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব, কেন্দ্রের ক্যাবিনেট সেক্রেটারিকে পাঠানো নির্দেশিকায় নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী আধিকারিকরা বিশেষ সুরক্ষা পাবেন। পদে থাকাকালীন বা পদের মেয়াদ শেষের ১ বছর পর পর্যন্ত ওই আধিকারিকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিতে গেলে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে।
তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস-বাম জোটের লড়াইয়ে ঢুকে পড়ল উদ্ধব ঠাকরের দল শিবসেনা, যারা নিজেদের হিন্দুত্ববাদের ধারক-বাহক বলে দাবি করে থাকে। একথা জানালেন শিবসেনার শীর্ষ মুখপাত্র সঞ্জয় রাউত। ট্যুইট করে তিনি রাজ্যে আসন্ন ভোটযুদ্ধে শিবসেনার লড়ার সিদ্ধান্ত পাকা বলে জানিয়েছেন। লিখেছেন, অতএব, বহু-প্রতীক্ষিত আপডেট দিচ্ছি। দলীয় প্রধান শ্রী উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনার পর শিবসেনা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। শীঘ্রই আমরা কলকাতা যাচ্ছি।
‘রাজনীতিতে ভগবানকে নিয়ে আসছে বিজেপি। রামের নামে রাজনীতি করে রামের বদনাম করছে বিজেপি। বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করে। রামমন্দির করলে ভারতবর্ষের মানুষের খিদে মিটবে?’ বাগনানের সভা থেকে বিজেপিকে আক্রমণ ফিরহাদ হাকিমের। পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের।
এবার দক্ষিণ কলকাতায় জনসভা করবেন শুভেন্দু অধিকারী। কাল দুপুর আড়াইটে নাগাদ টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রাসবিহারী মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন তিনি। এরপর সভা করবেন শুভেন্দু অধিকারী। তাঁর সভায় থাকার কথা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। খবর সূত্রের।
ফের রাজ্যে আসছেন জে পি নাড্ডা। ভোটের আগে পরিবর্তন র্যালি করবে বিজেপি। আইসিসিআরে বৈঠকের পর ঘোষণা দিলীপ ঘোষের। র্যালিই হবে পরিবর্তন হবে না, কটাক্ষ ফিরহাদের।
বিধানসভা ভোটের আগে রাজ্যে সাংগঠনিক বৈঠকে বিজেপির। আইসিসিআর-এর এই বৈঠকে কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও যোগ দেন শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
বাম-কংগ্রেসের আসন সমঝোতা বৈঠকে আজ মিলল না রফাসূত্র। সূত্রের খবর, ১৩০টি আসনে লড়তে চায় কংগ্রেস। অন্যদিকে, আসন ধরে ধরে আলোচনার পক্ষপাতী বামেরা। আজকের বৈঠকে কোনও সমাধান সূত্র উঠে আসেনি। তবে বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রশ্নে সহমত দু’ পক্ষই। এদিন আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসেন বাম ও কংগ্রেস নেতারা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। বামেদের তরফে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
লক্ষ্য ২০২১-এর বিধানসভা ভোট। সে কথা মাথায় রেখে ভোট ঘোষণার আগেই ‘উন্নয়ন’-কে হাতিয়ার করে আদিবাসী ভোট ব্যাঙ্ক নিজেদের দখলে রাখতে ও নিতে আসরে নেমে পড়েছে যুযুধান দু’পক্ষ তৃণমূল ও বিজেপি। আজ সকালে বাঁকুড়া-২ ব্লক এলাকার কাঞ্চনপুরে আদিবাসী পাড়ায় গিয়ে প্রচার চালানোর পাশাপাশি প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন করলেন তৃণমূলের মহিলা সংগঠনের জেলা সভানেত্রী মৌ সেনগুপ্ত। অন্যদিকে, বসে নেই বিজেপির মহিলা মোর্চার কর্মীরাও। সংগঠনের জেলা সভানেত্রী মনিকা দত্তের নেতৃত্বে মহিলা মোর্চার কর্মীরা আজ বাঁকুড়া-২ ব্লকের মৌকুড়া গ্রামে গিয়ে অলচিকি হরফে দেওয়াল লেখার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোটের প্রচার সারলেন। এমনকী আদিবাসী পরিবারের মাটির উঠোনে বসে চপ, মুড়ি, শশা, পেঁয়াজ, মুলা, কাঁচালঙ্কা সহযোগে জলখাবারও খেলেন তাঁরা।
বিধানসভা ভোটের আগে আজ রাজ্যে সাংগঠনিক বৈঠকে বসেছে বিজেপি। আইসিসিআর-এর এই বৈঠকে যোগ দেন কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও যোগ দেন শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
WB Election 2021: মঙ্গলবার পুরুলিয়ায় সভা মমতার, পুরুলিয়ায় উন্নয়নমূলক প্রচার তৃণমূলের, পথে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ট্যাবলো
মঙ্গলবার পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। তার আগে জেলায় শুরু হল উন্নয়নমূলক প্রচার। রবিবার পথে নামে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ৫টি ট্যাবলো। সেগুলিতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে। প্রতিটি ব্লকে ঘুরবে এই ট্যাবলো। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির কটাক্ষ, দেখানোর জন্য দুয়ারে সরকার, বাস্তবে মানুষের কাছ থেকে দূরে সরে গেছে সরকার। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ১৯ জানুয়ারি, পুরুলিয়া ২ নম্বর ব্লকের হুটমুড়া গ্রামের ফুটবল মাঠে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
WB Election 2021: তৃণমূলের রাজ্য কমিটির সহ সভাপতি হচ্ছেন শতাব্দী
তৃণমূলের রাজ্য কমিটির সহ সভাপতি হচ্ছেন শতাব্দী রায়। সহ সভাপতি হচ্ছেন মোয়াজ্জেম হোসেন ও শঙ্কর চক্রবর্তী। বিদ্রোহে ইতি টানতেই পুরস্কৃত করা হল বীরভূমের সাংসদকে, ধারণ রাজনৈতিক মহলের।
WB Election 2021: সল্টলেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি শুদ্ধকরণ কর্মসূচি বিজেপির
ভোটের আগে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি পরিষ্কার নিয়ে রাজনীতি। এদিন সল্টলেক এফই ব্লকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি শুদ্ধকরণ কর্মসূচি ছিল বিজেপির। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। বিজেপি নেতার দাবি, মূর্তি প্রতিষ্ঠা করলেও, তা নিয়মিত পরিষ্কার করা হয় না। উদাসীন বিধাননগর পুরসভা। দমকলমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সুজিত বসুর কটাক্ষ, ভোটের আগে রাজনীতি করছে বিজেপি।
WB Election 2021: মালদায় তৃণমূলের জেলা কমিটিতে বড়সড় রদবদল
মালদায় তৃণমূলের জেলা কমিটিতে বড়সড় রদবদল। দলে গুরুত্ব বাড়ল প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর। কোঅর্ডিনেটর করা হয়েছে জেলা সভানেত্রী মৌসম বেনজির নুরের ঘনিষ্ঠ হেমন্ত শর্মা ও মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে। তৃণমূলের জেলা রাজনীতিতে বিরোধী গোষ্ঠী বলে পরিচিত কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও মৌসম বেনজির নুর। ফলে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতেই জেলা সভানেত্রীর ঘনিষ্ঠ দু’ জনকে কোঅর্ডিনেটর করা হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। পাশাপাশি, রতুয়ার দাপুটে তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিনের সঙ্গে বিরোধের জেরে রতুয়া বিধানসভার কোঅর্ডিনেটর পদ থেকে সরানো হয়েছে মানব বন্দ্যোপাধ্যায়কে। ওই বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর দুলাল সরকারকে। ভারসাম্য বজায় রাখতে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বিরোধী বলে পরিচিত ইংরেজবাজারের বিধায়ক নীহাররঞ্জন ঘোষকে জেলার কোর কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।
WB Election 2021: পশ্চিম বর্ধমানে নতুন জেলা কমিটি থেকে বাদ জিতেন্দ্র তিওয়ারি, 'দিদির সৈনিকের থেকে বড় কোনও পদ হয় না', প্রতিক্রিয়া নেতার
বিদ্রোহের জের? পশ্চিম বর্ধমানে দলের নতুন জেলা কমিটিতে স্থান পেলেন না জিতেন্দ্র তিওয়ারি। এর আগে জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। ইস্তফা দেন আসানসোল পুরসভার প্রশাসক পদ থেকেও। তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা কমিটিতে এবার জেলা সভাপতি করা হয়েছে অপূর্ব মুখোপাধ্যায়কে। চেয়ারম্যান শ্রমমন্ত্রী মলয় ঘটক। এমনকি, জিতেন্দ্র তিওয়ারির বিধানসভা আসনে কোঅর্ডিনেটর করা হয়েছে দুর্গাপুর-পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে। 'দিদির সৈনিকের থেকে বড় কোনও পদ হয় না। দলের প্রবীণদের পদপ্রাপ্তিতেই আমি পদ খুঁজে পাই।' প্রতিক্রিয়া জিতেন্দ্র তিওয়ারির।
WB Election 2021: 'তৃণমূল ভ্যাকসিন চোর', আক্রমণ কৈলাস বিজয়বর্গীয়র
তৃণমূল ভ্যাকসিন চোর। দলের সাংগঠনিক বৈঠকের আগে এভাবেই রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকের কটাক্ষ, বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্র। অথচ সবকিছুর মতো এক্ষেত্রেও তা নিজের নামে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিধানসভা ভোটের আগে আজ রাজ্যে সাংগঠনিক বৈঠকে বসেছে বিজেপি। আইসিসিআর-এর এই বৈঠকে যোগ দেন কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও যোগ দেন শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
WB Election 2021: থাকতে পারেন শোভন-বৈশাখী, কাল দক্ষিণ কলকাতায় জনসভা শুভেন্দুর
এবার দক্ষিণ কলকাতায় জনসভা করবেন শুভেন্দু অধিকারী। কাল দুপুর আড়াইটে নাগাদ টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রাসবিহারী মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন তিনি। এরপর সভা করবেন শুভেন্দু অধিকারী। তাঁর সভায় থাকার কথা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। খবর সূত্রের।
WB Election 2021: বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা আজ বাম-কংগ্রেস বৈঠক
বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আজ বৈঠকে বসছে বাম-কংগ্রেস।সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হওয়ার কথা। গত শুক্রবার বৈঠকে বসেন অধীর চৌধুরী, সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু। আজ ফের আরেক দফা বৈঠক হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ছাড়াও থাকবেন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। বামেদের তরফে থাকছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আসন্ন বিধানসভা ভোটে কোন দল কটা আসনে লড়বে, মূলতঃ তা নিয়েই আজকের বৈঠকে আলোচনা হবে।
WB Election 2021: চাকদায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ৩০০ জন কর্মী-সমর্থকের
ফের দক্ষিণবঙ্গে তৃণমূলে ভাঙন। নদিয়ার চাকদায় আর নয় অন্যায় কর্মসূচিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩০০ জন কর্মী, সমর্থক। গতকাল চাকদা ব্লকের বনমালীপাড়ায় বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি ছিল। সেখানে রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার দলত্যাগী তৃণমূল কর্মী, সমর্থকদের হাতে বিজেপির পতাকা তুলে দেন। দলের সক্রিয় কর্মী হয়েও ডাক পাচ্ছিলেন না দলীয় সভায়, মিলছিল না সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধাও, অভিযোগ দলত্যাগী তৃণমূল কর্মীদের। বিজেপির দাবি, অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছেন। তৃণমূলের পাল্টা দাবি, দলত্যাগীরা কেউ তৃণমূল নন, কংগ্রেস ও সিপিএমের কর্মী।
WB Election 2021: 'আগে দলকে সময় দিয়েছেন, এখন দল তাঁদের কথা শুনছে না', রাজীব প্রসঙ্গে দিলীপ
রবিবার সকালে ইকো পার্কে প্রাতর্ভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভ প্রসঙ্গে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন, 'আগে দলকে সময় দিয়েছেন, এখন দল তাঁদের কথা শুনছে না। তাহলে তো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবেই।'
WB Election 2021: চাল, আমফানের টাকার মতো ভ্যাকসিনেও ভাগ বসাচ্ছেন তৃণমূলের বিধায়ক-নেতারা, কটাক্ষ দিলীপের
প্রয়োজনের তুলনায় রাজ্যে কম ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র বলে গতকালই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে ইকো পার্কে প্রাতর্ভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখানে মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি। বলেন, "চাল, আমফানের টাকার মতো ভ্যাকসিনেও ভাগ বসাচ্ছেন তৃণমূলের বিধায়ক-নেতারা। সেই জন্যই প্রয়োজনের তুলনায় কম পড়েছে ভ্যাকসিন।"
কেন্দ্রকে আক্রমণ সৌগত রায়ের। তৃণমূল সাসংদের অভিযোগ,'কেন্দ্রের কাছে ৫৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। বিশ্বে করোনা ছড়িয়ে পড়ার পরেও উদাসীন ছিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর কাছে সংসদের অধিবেশন স্থগিতের আবেদন করেছিলাম। কিন্তু ট্রাম্পের আগমন আর মধ্যপ্রদেশে সরকার ফেলার চক্রান্তের জন্য মোদি সরকার সেদিন কোনও পদক্ষেপ করেনি। লকডাউনের সুযোগ নিয়ে ৩টি কৃষি আইন পাশ করিয়েছে কেন্দ্র। বিমানবন্দরও বিক্রি করে দিচ্ছে মোদির সরকার।
চন্দ্রকোনায় তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। বললেন, ‘তৃণমূল এখন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। এই এলাকায় একের পর এক নির্বাচনে হেরেছে তৃণমূল। লোকসভা ভোটের পর তৃণমূলের পার্টি অফিস বন্ধ হয়ে গেছিল। সেদিন তোলাবাজ ভাইপোকে দেখা যায়নি। সেদিন শুভেন্দু এসে তৃণমূলের পার্টি অফিস খুলেছিল। দেশে যদি কেউ সুবিধাবাদী হয়ে থাকে তবে তিনি তৃণমূল নেত্রী। অটলবিহারী বাজপেয়ীর হাত ধরে তৃণমূল জন্ম নিয়েছিল। ‘তৃণমূল ও তার দলনেত্রী সবাইকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ‘রাজ্যে গত ৯ বছরে একটাও শিল্প হয়নি। কিন্তু বামেদের ভূমি সংস্কারকে খারাপ বলা যাবে না। তবে নেতাই, নন্দীগ্রামের গণহত্যাকে সমর্থন করা যায় না। বাম আমলেও এসএসসি হত, গত ৯ বছরে একটাও এসএসসি হয়নি।’
হুগলির পোলবার হোসনাবাদে তৃণমূল পার্টি অফিস ভাঙচুরে নাম জড়াল বিজেপির। প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা।গতকাল গভীর রাতে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চলে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। প্রতিবাদে আজ সকালে পাথর ফেলে, টায়ার জ্বালিয়ে জিটি রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরা। ঘণ্টাদেড়েক পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। বিজেপির দাবি, নিজেদের গোষ্ঠীকোন্দল ধামাচাপা দিতেই তাদের দিকে আঙুল তুলছে শাসকদল।
বৈদ্যবাটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কালো পতাকা দেখাল বিজেপি। উত্তরপাড়ায় কল্যাণের ফ্লেক্সে লাগানো হল কালি। এক বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। যদিও বিজেপির দাবি সীতাকে অপমান করার প্রতিবাদ জানানো হয়।
সুর নরম শতাব্দী রায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর ফের ফ্যানক্লাবের ফেসবুক ওয়ালে পোস্ট তৃণমূল সাংসদের। পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। ভোটের মুখে দলকে একত্র রাখার অঙ্গীকারও করেছেন তৃণমূল সাংসদ। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বার বাংলায় সরকার গঠন হবে বলে নতুন পোস্টে আশাপ্রকাশ করেছেন শতাব্দী রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি লেখেন, তরুণ নেতাটি এখন যথেষ্ট দায়িত্বশীল ও পরিণত। নতুন প্রজন্মের এমন নেতার নেতৃত্ব দলকে শক্তিশালী করবে। সেইসঙ্গে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে বলেও পোস্টে জানান তৃণমূল সাংসদ।
৭-৮ জন সাংসদ, ৪০-৪২ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। বাঁকুড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন সৌমিত্র খাঁ। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর ও কুণাল ঘোষকে কটাক্ষও করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
উত্তরপাড়ায় তৃণমূল সাংসদের ছবিতে কালি, উত্তরপাড়া শহরজুড়ে তৃণমূলের ব্যানার লাগানো হয়েছে ব্যানার। যার মধ্যে শুধুমাত্র সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ে ব্যানারে কালি লেপে দেওয়া হয়েছে। বাদবাকি কোনও ব্যানারে কালি দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে।
প্রথমে পঞ্চায়েত প্রধানের প্রতি অনাস্থা। শেষপর্যন্ত পদত্যাগই করলেন পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সহ ৭ তৃণমূল সদস্য। দলেরই প্রধানের বিরুদ্ধে দুর্ব্যবহার ও সাধারণ মানুষের পরিষেবা পেতে হয়রানি হচ্ছে বলে দাবি করে, ৭ জানুয়ারি অনাস্থা প্রস্তাব আনেন ৮ তৃণমূল সদস্য। বোর্ড গঠনের নির্দিষ্ট সময়সীমা পার করার আগে অনাস্থা আনায় পঞ্চায়েত আইন অনুসারে বাতিল হয়ে যায় সেই প্রস্তাব। এদের মধ্যে উপ প্রধান সহ ৭ জন গতকাল পদত্যাগ করেন। অভিযোগ অস্বীকার করেন প্রধান। যদিও উপ প্রধান সহ তৃণমূলের ৭ সদস্য পদত্যাগ করায় বিজেপির কটাক্ষ, দলে আদর্শ নেই বলেই পদত্যাগের সিদ্ধান্ত। পদত্যাগীরা দলের সঙ্গেই আছেন বলে দাবি করে তৃণমূলের আশ্বাস, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।
পশ্চিমবঙ্গে ভোট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বিজেপির হাই পাওয়ার্ড টিমের অন্তর্ভূক্ত করা হল শুভেন্দু অধিকারীকে। দিল্লিতে বৈঠকে অমিত শাহ-জে পি নাড্ডার উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন এই হাই পাওয়ার্ড কমিটিতে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, দিলীপ ঘোষ এবং মুকুল রায়। এবার পঞ্চম সদস্য হিসেবে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে এই কমিটির অন্তর্ভূক্ত করা হল। সূত্রের খবর, দলে শুভেন্দুর গুরুত্ব বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত। শুভেন্দু দিল্লির বৈঠকে ছিলেন না। তবে এই সিদ্ধান্তের কথা তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
WB Election 2021 LIVE Updates: রামমন্দির করলে ভারতবর্ষের মানুষের খিদে মিটবে? বাগনানের সভা থেকে বিজেপিকে আক্রমণ ফিরহাদ হাকিমের, পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের