নয়া দিল্লি : রবিবার রাতেই বিদেশ থেকে দেশে ফিরেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। দেশে ফিরেই তিনি গোয়ার আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠকও সেরে ফেলেছেন। কিন্তু, বিদেশ সফর নিয়ে এর আগেও তাঁকে বিজেপির সমালোচনার শিকার হতে হয়েছে। এবার তাঁর বিদেশ-সফর নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয়মন্ত্রী ও বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভি (Mukhtar Abbas Naqvi Naqvi)। "পূর্ণ সময়ের পর্যটন এবং আংশিক সময়ের রাজনীতি" করার পুরানো অভ্যাস আছে বলে কংগ্রেস নেতাকে কটাক্ষ করেন তিনি।


সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, "প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কিছু রাজনৈতিক দল যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র করছে, তা গুরুতর চিন্তার বিষয়। পুরানো রাজনৈতিক দলটির ব্র্যান্ড নতুন নেতার পূর্ণ সময়ের পর্যটন এবং আংশিক সময়ের জন্য রাজনীতি করার অভ্যাস আছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে, কীভাবে এই দল পাঞ্জাবে তাদের সরকারকে দিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির (PM's Security Lapse) বিষয়টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে।"


আরও পড়ুন ; উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যে ৭ দফায় বিধানসভা নির্বাচন, দেখুন নির্ঘণ্ট


রাহুল গাঁধীর সম্প্রতি বিদেশ ভ্রমণ এবং পাঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ নিয়ে কংগ্রেসের (Congress) প্রতিক্রিয়া পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন নকভি। এদিকে শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে- উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুরের বিধানসভা নির্বাচন। 


এপ্রসঙ্গে নকভি বলেন, "বিজেপি সর্বদা মাটির সঙ্গে কাজ করা একটি দল। নির্বাচন হোক বা জনসাধারণের বিষয়, আমাদের কর্মীরা সর্বদা মানুষের সঙ্গে সংযুক্ত থাকেন এবং প্রতিটি সমস্যার সমাধানে কাজ করেন। তাছাড়া প্রতি দুই মাসে দেশের কোনও না কোনও অংশে নির্বাচন হয়। সুতরাং, বিজেপি কর্মীরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকেন। এই কারণেই গত পাঁচ থেকে ছয় বছরে ভারতীয় জনতা পার্টি প্রায় ৭০ শতাংশ জায়গায় তাদের বিজয় পতাকা উত্তোলন করেছে ।"