সোমনাথ মিত্র, কলকাতা: পুরভোটে (KMC Election 2021) সকাল থেকেই অশান্ত হয়েছে কলকাতার (Kolkata) একাধিক এলাকা। কোথাও হয়েছে বোমাবাজি, কোথাও ঝরেছে রক্ত। সেই আবহে সন্তোষ মিত্র স্কোয়ারে যেন কার্যত বেনজির দৃশ্য। ভোটের দিন সেখানে দেখা গেল রাজনৈতিক সৌজন্যের ছবি।
সন্তোষ মিত্র স্কোয়ারে ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সজল ঘোষের সঙ্গে তৃণমূল প্রার্থী মৌসুমী দে-র সৌজন্য বিনিময়। বিজেপি প্রার্থীকে ২ নম্বর বোতাম টিপে ভোট দিতে অনুরোধ জানান তৃণমূল প্রার্থী।
অন্যদিকে, জোড়াবাগান এলাকায় ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মুকুন্দ ঝাওয়ারকে মারধর, বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিন সকালে আহিরীটোলা বঙ্গ বিদ্যামন্দিরে উত্তেজনা ছড়ায়। জোড়াবাগান থানায় অভিযোগ জানাতে যান বিজেপি প্রার্থী। তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন, শিয়ালদহ টাকি স্কুলের সামনে বোমাবাজি, কলকাতা পুরভোটে ঝরল রক্ত
৪৫ নম্বর ওয়ার্ডে এজি বেঙ্গলের সামনেও উত্তেজনার ছবি দেখা যায়। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ভোটারদের। কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের এজেন্ট অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বচসা তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংয়ের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস প্রার্থীর এজেন্টের। কংগ্রেস নেতাকে গ্রেফতারির হুঁশিয়ারি পুলিশের।
বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সকাল ৭টা থেকে কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু। চলবে বিকেল ৫টা পর্যন্ত। কলকাতাজুড়ে আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা। ভোটের নিরাপত্তা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দেওয়ার জন্য DGP ও CP-কে নির্দেশ দিয়েছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ৪ হাজার ৯৫৯টি বুথের মধ্যে ১ হাজার ১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ। স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৮৬।
এর মধ্যে চিনাপাড়া, পার্কস্ট্রিট, ধাপা ও লাগোয়া এলাকা নিয়ে গঠিত ৭ নম্বর বরোয়, সবচেয়ে বেশি, ২৫০টি উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে। অন্যদিকে সবচেয়ে কম উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে বেহালা, তারাতলা-সহ আশেপাশের এলাকা নিয়ে গঠিত ১৩ নম্বর বরোয়। সেখানে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ২২।