কলকাতা:  দফায় দফায় বৈঠক শেষে কলকাতা পুরভোটের লড়াইয়ে সোমবারই পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। এদিন বিজেপির দলীয় কার্যালয় থেকে এই তালিকা প্রকাশ করে জানান হয় যে পদ্ম শিবির এবার তাঁদের এই প্রার্থী তালিকায় মহিলাদের প্রাধান্য দিয়েছে। আস্থা রাখা হয়েছে তরুণ ব্রিগেডের ওপর। ১৪৪টি আসনের মধ্যে ৫০ জন মহিলা এবং ৪৮ জন নবীন প্রজন্ম। তালিকায় আছেন ৪ জন শিক্ষক-অধ্যাপক। 

দেখে নিন সেই তালিকা-

১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী আশিসকুমার ত্রিবেদী২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রাজেন্দ্রপ্রসাদ সাউ৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অনিমা সিংহ৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সব্যসাচী চক্রবর্তী৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী  শ্রীরাম যাদব৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী প্রমীলা সিংহ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মনোজ সিংহ৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রুবি বন্দ্যোপাধ্যায়১০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ঈশ্বর সাহু১১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মানস সেন চৌধুরী১২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী তনুশ্রী রায়১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কুণাল ভট্টাচার্য (কর্নেল)১৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী দেবরাজ সাহা১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অনিতা দাস১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শরৎ সিংহ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী প্রতিমা বন্দ্যোপাধ্যায় জয়সওয়াল১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অনুরাধা শীল১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী দেবাশিস শীল২০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মুকুন্দ ঝাওয়ার২১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী২২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত২৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বিজয় ওঝা২৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী কামিনী তিওয়ারি২৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সুনীল হর্ষ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী শশী গণ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মঞ্জু জয়সওয়াল২৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অমিয় হাজরা২৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মহম্মদ মোক্তার৩০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মঞ্জুরী ধর কউর৩১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী নারায়ণ চৌধুরী৩২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রুবি সান্যাল৩৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রীতা দেবনাথ মণ্ডল৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সোমা দাস৩৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী গিরীশ শুক্লা৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রবিকান্ত সিংহ৩৭ ওয়ার্ড : ৩৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রমেশ ঠাকুর জয়সওয়াল৩৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মহম্মদ জাহাঙ্গির

৪০ ওয়ার্ডে বিজেপি প্রার্থী শেফালি শর্মা৪১ ওয়ার্ডে বিজেপি প্রার্থী রাজীব সিন্হা৪২ ওয়ার্ডে বিজেপি প্রার্থী সুনীতা ঝাওয়ারা৪৩ ওয়ার্ডে বিজেপি প্রার্থী ছন্দা কানওয়ার৪৪ ওয়ার্ডে বিজেপি প্রার্থীমুকেশ সিংহ৪৫ ওয়ার্ডে বিজেপি প্রার্থী কুশল পাণ্ডে৪৬ ওয়ার্ডে বিজেপি প্রার্থী ৪৭ ওয়ার্ডে বিজেপি প্রার্থী চিত্রা পাল ভাসানিয়া৪৮ ওয়ার্ডে বিজেপি প্রার্থী৪৯ ওয়ার্ডে বিজেপি প্রার্থী রাজলক্ষ্মী বিশ্বাস৫০ ওয়ার্ডে বিজেপি প্রার্থী সজল ঘোষ৫১ ওয়ার্ডে বিজেপি প্রার্থী সঞ্জীব গুঁই৫২ ওয়ার্ডে বিজেপি প্রার্থী কামিনী খটিক৫৩ ওয়ার্ডে বিজেপি প্রার্থী গৌতম দাশগুপ্ত৫৪ ওয়ার্ডে বিজেপি প্রার্থী দেবাশিস দত্ত৫৫ ওয়ার্ডে বিজেপি প্রার্থী অমৃতা ঘোষ৫৬ ওয়ার্ডে বিজেপি প্রার্থী৫৭ ওয়ার্ডে বিজেপি প্রার্থী মিলন ধারে৫৮ ওয়ার্ডে বিজেপি প্রার্থী চন্দন দাস৫৯ ওয়ার্ডে বিজেপি প্রার্থী ঐশী মাঝি

৬০ ওয়ার্ড : রমেশ সিংহ৬১ ওয়ার্ড : হরিনারায়ণ তিওয়ারি৬২ ওয়ার্ড : সাইনা খাতুন৬৩ ওয়ার্ড : নবীন মিশ্র৬৪ ওয়ার্ড : দীপঙ্কর সাহা৬৫ ওয়ার্ড : সনিয়া পান্ডে৬৬ ওয়ার্ড : অভিষেক সিংহ৬৭ ওয়ার্ড : সন্দীপ বন্দ্যোপাধ্যায়৬৮ ওয়ার্ড : পিঙ্কি ঘোষ৬৯ ওয়ার্ড : কুশলপ্রসাদ মিশ্র৭০ ওয়ার্ড : ভিম সিংহ বর্মা৭১ ওয়ার্ড : প্রমীতা ঘোষ৭২ ওয়ার্ড : রুমা নন্দা৭৩ ওয়ার্ড : ইন্দ্রজিৎ খটিক৭৪ ওয়ার্ড : পারমিতা দত্ত (মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট)৭৫ ওয়ার্ড : মহেশ রাম৭৬ ওয়ার্ড : সজল কর৭৭ ওয়ার্ড : গোপা বন্দ্যোপাধ্যায়৭৮ ওয়ার্ড : বীনা কানাইয়া৭৯ ওয়ার্ড : জিতেন্দ্র মণি তিওয়ারি৮০ ওয়ার্ড : এরশাদ আহমেদ৮১ ওয়ার্ড : দিব্যা কউর?৮২ ওয়ার্ড : প্রতাপ সোনকার৮৩ ওয়ার্ড : গৌরাঙ্গ সরকার৮৪ ওয়ার্ড : তমসা চট্টোপাধ্যায়৮৫ ওয়ার্ড : রুবি মুখোপাধ্যায়৮৬ ওয়ার্ড : রাজশ্রী লাহিড়ি৮৭ ওয়ার্ড : অনুশ্রী চট্টোপাধ্যায়৮৮ ওয়ার্ড : সমীর শীল৮৯ ওয়ার্ড : শান্তনু ভট্টাচার্য৯০ ওয়ার্ড : মৌসুমী ভট্টাচার্য৯১ ওয়ার্ড : দিলীপকুমার মিত্র৯২ ওয়ার্ড : সৌমেন দাস৯৩ ওয়ার্ড : সুমিতা দাশগুপ্ত৯৪ ওয়ার্ড : প্রদীপ্ত অর্জুন?৯৫ ওয়ার্ড : রাজীব সাহা৯৬ ওয়ার্ড : সন্দীপা সিংহ রায়৯৭ ওয়ার্ড : সোমা ঘোষ৯৮ ওয়ার্ড : চন্দন সাহা৯৯ ওয়ার্ড : তানিয়া দাস১০০ ওয়ার্ড : সঞ্জয় দাস১০১ ওয়ার্ড : সন্তোষ মিশ্র১০২ ওয়ার্ড : ইন্দিরা গঙ্গোপাধ্যায়১০৩ ওয়ার্ড : সন্দীপ বাগচি১০৪ ওয়ার্ড : স্বরূপ মুখোপাধ্যায়১০৫ ওয়ার্ড : তমালি রায়১০৬ ওয়ার্ড : পবন বৈদ্য১০৭ ওয়ার্ড : সোমনাথ দাস১০৮ ওয়ার্ড : মেঘনাদ হালদার১০৯ ওয়ার্ড : বিউটি রায় হালদার১১০ ওয়ার্ড : নিতাই মণ্ডল১১১ ওয়ার্ড : পারিজাত চন্দ্র১১২ ওয়ার্ড : দেবজ্যোতি মজুমদার১১৩ ওয়ার্ড : রুবি মণ্ডল দাস১১৪ ওয়ার্ড : পার্থ পাল১১৫ ওয়ার্ড : তাপস ধারা১১৬ ওয়ার্ড : স্বপ্না বন্দ্যোপাধ্যায়১১৭ ওয়ার্ড : কল্যাণী দাশগুপ্ত১১৮ ওয়ার্ড : দীপঙ্কর বণিক১১৯ ওয়ার্ড : রাখি চট্টোপাধ্যায়১২০ ওয়ার্ড : উজ্জ্বল বড়াল১২১ ওয়ার্ড : চন্দ্রভান সিংহ১২২ ওয়ার্ড : সঙ্গীতা দে১২৩ ওয়ার্ড : শর্মিষ্ঠা ভট্টাচার্য১২৪ ওয়ার্ড : শঙ্কর শিকদার১২৫ ওয়ার্ড : ডালিয়া চক্রবর্তী১২৬ ওয়ার্ড : প্রদীপ রায়১২৭ ওয়ার্ড : মল্লিকা বিশ্বাস১২৮ ওয়ার্ড : শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়১২৯ ওয়ার্ড : নবনীতা ভট্টাচার্য১৩০ ওয়ার্ড :  শুভাশিস কর১৩১ ওয়ার্ড : রবীন রায়১৩২ ওয়ার্ড: ১৩৩ ওয়ার্ড : সদানন্দ প্রসাদ১৩৪ ওয়ার্ড : ১৩৫ ওয়ার্ড : অর্চনা গুপ্ত১৩৬ ওয়ার্ড : অনিল ভার্মা১৩৭ ওয়ার্ড : রাকেশ ভার্মা১৩৮ ওয়ার্ড : জনিতা নাজিম?১৩৯ ওয়ার্ড : মেহেজমিন খাতুন১৪০ ওয়ার্ড : মহম্মদ সারাউদ্দিন১৪১ ওয়ার্ড : তাপস ঢালি১৪২ ওয়ার্ড : অমর দাস১৪৩ ওয়ার্ড : গার্গী বিশ্বনাথন১৪৪ ওয়ার্ড : অনিন্দিতা ঘোষ