সমীরণ পাল, পানিহাটি: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Elections 2024) প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে পোস্টাল ব্যালটের (Postal Ballot voting) মাধ্যমে ভোটগ্রহণের ব্যবস্থা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর ফলে উপকৃত হয়েছেন সারাদেশের প্রবীণ মানুষরা। যা নিয়ে কমিশনের প্রশংসায় পঞ্চমুখও হয়েছে তাঁরা। কিন্তু, পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের এই ভোটের ব্যবস্থা যে রাজনৈতিক দলগুলির মধ্যে ঝামেলা করার নতুন ইস্যু তৈরি করতে পারে তা নিয়ে মনে হয় কেউ কল্পনাও করতে পারেননি। বুধবার অকল্পনীয় সেই ঘটনার সাক্ষীই হলেই উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দারা। প্রবীণ নাগরিকদের ব্যালট ভোট নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হল সেখানে। ব্যালেট ভোটকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি নেতা-কর্মীদের ধস্তাধস্তির ফলে উত্তেজনা ছড়ালো পানিহাটি এলাকায়। কেন্দ্রীয় বাহিনীর সামনেই সেক্টর অফিসারকে ঘিরে ধস্তাধস্তি জড়িয়ে পড়লেন যুযুধান দুই পক্ষের কর্মী-সমর্থকরা।


আরও পড়ুন: Lok Sabha Elections 2024: প্রথম বার নির্বাচনে কেউ, কেউ আবার পোড় খাওয়া, ষষ্ঠ দফায় ভাগ্যপরীক্ষা হেভিওয়েটদেরও


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পানিহাটি পৌরসভা এলাকার অমরাবতী অঞ্চলে প্রবীণ নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ভোটের মাধ্যমে ভোট গ্রহণ করছিলেন সেক্টর অফিসারের নেতৃত্বে প্রশাসনিক আধিকারিক। সেই সময় সিনিয়র সিটিজেনদের ব্যালট ভোট নিয়ে বেআইনি হচ্ছে বলে বিজেপির সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে দু-পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে এই ধস্তাধস্তির খবর শুনে উত্তেজনা ছড়ায় পানিহাটির অমরাবতী এলাকায়।


তৃণমূলের বিপক্ষে ভুয়ো এজেন্টের মাধ্যমে পোস্টাল ভোট করানোর অভিযোগ তুলে সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। অন্যদিকে তৃণমূলের অভিযোগ ছিল, বিজেপি বহিরাগত লোকজনদের নিয়ে এসে ওই এলাকায় পোস্টাল ব্যালেটে ভোট করার চেষ্টা করছে। তার প্রতিবাদ করতেই ওরা গণ্ডগোল শুরু করে। তবে বিজেপির অভিযোগ, ভুয়ো এজেন্টের নামে সই করে ফলস ভোট দেওয়াচ্ছে তৃণমূল। উভয় দলের মধ্যে পোস্টাল ব্যালট ঘিরে গণ্ডগোলের জেরে তীব্র উত্তেজনা ছড়ায় পানিহাটির অমরাবতী অঞ্চলে। 


আরও পড়ুন: Loksabha Elections 2024: "বিজেপির দলদাসে পরিণত হয়েছে কেন্দ্রীয় বাহিনী", তমলুকের সভা থেকে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ অভিষেকের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।