তমলুক: তমলুক লোকসভা কেন্দ্রের (Loksabha Elections 2024) তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে নন্দীগ্রামে নির্বাচনী জনসভা করতে গিয়ে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রে আসীন এনডিএ সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির শাসনকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তাদের দলদাসে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে জনসভা করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি। বিরোধী নেতা-নেত্রীদের আটকাতে তাঁদের পিছনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে লাগিয়ে দেওয়া হচ্ছে। এভাবেই লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে তারা। কিন্তু, শত প্রতিকূলতা ও প্রতিরোধ করা সত্ত্বেও বিজেপির কাছে মাথা নিচু করবে না তৃণমূল। দেশের মানুষের স্বার্থে ঘাসফুল শিবির লড়াই চালিয়ে যাবে। ২০২১ সালের বিধানসভা ভোটের আগেও কেন্দ্রীয় তৃণমূল এজেন্সির সাহায্যে তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু, তাদের সেই চাপের কাছে কোনও ভাবে মাথা ঝোঁকায়নি তৃণমূল কংগ্রেস। সেবারও খেলা হয়েছিল পশ্চিমবঙ্গে এবারও সেই একই খেলার পুনরাবৃত্তি দেখতে পাবে বিজেপি। ৪ জুন ফলাফল প্রকাশের পর সেই খেলার ফলাফল দেখতে পাবে গেরুয়া শিবির। সাধারণ মানুষ বিজেপির কৃতকর্মের উপযুক্ত জবাব দেবেন।"
নন্দীগ্রামের জনসভা থেকে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও তীব্র করেন অভিষেক বলেন, প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করে বিজেপির টিকিট পেয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সবাই এখন বুঝতে পেরেছেন এত চাকরি বাতিল করার পিছনে তাঁর কী উদ্দেশ্য ছিল। বিজেপির টিকিট পাওয়ার জন্য তিনি যে এই কাজ করেছিলেন তা এখনও দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে গেছে। আপনারাই বলুন এত মানুষের চাকরি খেয়ে তাঁদের পরিবারকে রাস্তায় নামিয়ে আনার জন্য আপনারা কি ওনাকা ক্ষমা করবেন? আশাকারি সাধারণ মানুষ ভোট ব্যাক্সে তাঁর এই কৃতকর্মের জবাব দেবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।