কলকাতা: এই প্রথমবার গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী যাওয়ার আগেই সেখানে পৌঁছেছেন দলের শীর্ষস্থানীয় নেতারা। সৌগত রায়, ডেরেক ও ব্রায়েন, বাবুল সুপ্রিয়রা প্রচারের কাজে আগেই পৌঁছেছেন। কিন্তুই এবার সেই প্রচার পর্বেই বিঘ্ন। গোয়ার বিভিন্ন এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ফ্লেক্স ছেঁড়ার ঘটনা ঘটল। 


তৃণমূলের তরফে দাবি করা হয়েছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে সেখানে টাঙানো একাধিক জায়গায় ছবি ও ফ্লেক্স ছেঁড়া হয়েছে। শুধু তাই নয় ওই ফ্লেক্স, ছবি বিকৃতিরও অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির। এই ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনার প্রতিবাদে রাজ্যপালের কাছে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল, এমনটাই খবর। ইতিমধ্যেই গোয়ায় জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল।


  




এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়াণ নেতা সৌগত রায় বলেন,"আমরা এই ঘটনা নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি। আমাদের সকলেই এর প্রতিবাদ করবে। ফ্লেক্স ছেঁড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি মাখানোর ঘটনা, এর দায় বিজেপিকে নিতে হবে। কিন্তু কন্ট্রাক্টরকে এটা ঠিক করে দিতে হবে। এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আরও পড়ুন, 'পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যেই কাজের ব্যবস্থা করুন', নির্দেশ মমতার


অন্যদিকে,  এই ঘটনা নিয়ে টুইটে ক্ষোভ প্রকাশ ডেরেক ও’ব্রায়েনের। তিনি বলেন, ‘এতে ক্ষতি হচ্ছে গোয়ার স্থানীয় ভেন্ডরদেরই।' বিজেপিকে দুষে তিনি বলেন, কেন রাজ্যের ভেন্ডারদের ক্ষতি করা হচ্ছে? 


বিজেপি এবং তাদের বিভেদমূলক এজেন্ডাকে পরাস্ত করতে ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলগুলির কাছে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। একদিন আগেই বিরোধী-মঞ্চের কাছে এই বার্তা পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সুরেই মমতা আরও একবার বললেন,  "প্রাদেশিক দলগুলিকে আমরা শ্রদ্ধা করি। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই।" উত্তরবঙ্গ সফর সেরে আগামী ২৮ অক্টোবর গোয়ায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লক্ষ্য যে আগামী বছরের গোয়া বিধানসভা ভোট, তা স্পষ্ট করে দিয়েছেন নেত্রী।