Subrata Mukherjee Health Update: খুলে দেওয়া হয়েছে বাইপ্যাপ সাপোর্ট, সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি

সকালে পাকা পেঁপে, ওটস খেয়েছেন পঞ্চায়েতমন্ত্রী...

Continues below advertisement

সন্দীপ সরকার, কলকাতা: অসুস্থ সুব্রত মুখোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে ভর্তি।  হাসপাতাল সূত্রে খবর, পঞ্চায়েতমন্ত্রীর শারীরিক অবস্থা গতকালের তুলনায় সামান্য উন্নতি হয়েছে।

Continues below advertisement

সুব্রত মুখোপাধ্যায়ের এখনও অক্সিজেন লাগছে। তবে, আজ সকালে খুলে দেওয়া হয়েছে বাইপ্যাপ সাপোর্ট।  সকালে খেয়েছেন পাকা পেঁপে, ওটস।  আজ সকালে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড তাঁকে দেখেন।  চিকিত্‍সকদের সঙ্গে পঞ্চায়েতমন্ত্রীর পরিবারের সদস্যরাও ছিলেন। 

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, সুব্রত মুখোপাধ্যায়ের হৃদযন্ত্রে ব্লকেজ মিলেছে।  চিকিত্‍সকরা জানিয়েছেন, অবস্তা একটু স্থিতিশীল হলে তারপর অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  ডায়াবেটিসের পুরনো সমস্যা রয়েছে। তাই পরামর্শ নেওয়া হচ্ছে বিশেষজ্ঞ চিকিত্‍সকের। 

রবিবার চেক আপ করাতে এসএসকেএম মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। সোমবার সকালে তাঁর অ্যাঞ্জিওগ্রাম করানোর কথা ছিল। কিন্তু, আচমকাই শ্বাসকষ্ট বেড়ে যায় ৭৫ বছর বয়সী এই বর্ষীয়ান নেতার। 

তড়িঘড়ি তাঁকে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে নিয়ে যাওয়া  হয়। হাসপাতাল সূত্রে খবর,  সুব্রত মুখোপাধ্যায়কে মাঝে মধ্যে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে।  তাঁকে এখনও বিপদমুক্ত বলার সময় আসেনি বলে জানিয়েছেন চিকিত্‍সকরা।  

আরও পড়ুন: অসুস্থ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ভর্তি এসএসকেএম হাসপাতালে

পঞ্চায়েতমন্ত্রীর অসুস্থতায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। সুব্রত মুখোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী স্বপন মহাপাত্র বলেন, একটা অসুস্থতা ছিল। আচমকা শ্বাসকষ্ট বেড়ে যায়।

সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দবাণী মুখোপাধ্যায় বলেন, চেক আপে গিয়েছিল। আচমকা সমস্যা হয়। এখন আইসিইউ-তে আছে। পরিবার সূত্রে খবর, সুব্রত মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সিওপিডি-র রোগী।  

তাঁর হৃদযন্ত্রে অল্পবিস্তর সমস্যাও ছিল।  আগে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। পুজোর সময় তিনি সামান্য অসুস্থও ছিলেন বলে পরিবারসূত্রে খবর। তার মধ্যেই একডালিয়া এভারগ্রিনের মণ্ডপে গেছেন, পুজোর তদারকি করেছেন। রবিবার চেকআপে গিয়ে এই বিপত্তি।  

আরও পড়ুন: এসএসকেএমে ভর্তি সুব্রত মুখোপাধ্যায়, রয়েছেন ১০২ নম্বর কেবিনে

এদিন অসুস্থ মন্ত্রীকে দেখতে যান মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, উনি আইসিইউতে আছেন। ওঁর সহ্গে দেখা হয়নি। উনি ভাল আছেন। চিকিত্‍কসরা ওঁকে দেখছেন।  দ্রুত সুস্থ হবেন।

হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে চিকিত্‍সা চলছে পঞ্চায়েতমন্ত্রীর।  মন্ত্রীর চিকিত্‍সায় গঠন করা হয় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড। 

আরও পড়ুন: এসএসকেএম হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুব্রত মুখোপাধ্যায়

Continues below advertisement
Sponsored Links by Taboola