আশাবুল হোসেন, দীপক ঘোষ ও বিটন চক্রবর্তী, কলকাতা:  ২০১৯’র লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ (North Bengal) থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল তৃণমূলকে (TMC)। ২১’র বিধানসভা ভোটেও আলিপুরদুয়ার-জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় বিশেষ দাগ কাটতে পারেনি তারা।                                      


তৃণমূলের ভুল!


এবার বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এই প্রেক্ষাপটে মঙ্গলবার আলিপুরদুয়ারে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পুরুলিয়ার সভায় তৃণমূলনেত্রীর মুখে, দলের একাংশের ভুলের কথা শোনা গেছিল। এবার আলিপুরদুয়ারে কার্যত তার পুনরাবৃত্তি ঘটল।                           


আরও পড়ুন, ডান হাতের কব্জি হারিয়েও হাল ছাড়তে নারাজ রেণু! বাঁ হাতেই লিখলেন-'I proud myself'


মমতার বার্তা


এদিন মমতা বলেন, "তৃণমূলের কারও উপর লোকালি রাগ করে দলটাকে ভুল বুঝবেন না। ভুল বোঝাবুঝি থাকলে, আমায় যা খুশি বলুন। ভুল আমরা করলে, সংশোধন করে নিই... মানুষের দরজায় যান। সরকারি পরিষেবা, না পেলে বিডিও অফিসে, দুয়ারে সরকারে নিয়ে যান।"               


উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি, আলিপুরদুয়ারে দাঁড়িয়ে, পদ্ম শিবিরকে কড়া আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, "লোকসভায় দার্জলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি চার আসন জিতেছে বিজেপি। কী করেছে বিজেপি? চা বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েছিল? হয়েছে? খোলেনি। গ্যাস সিলিন্ডারের দাম ৫০০ টাকা বাড়িয়ে দিয়েছে। পিএফে সুদ কমিয়েছে। আজ ১০০ শতাংশের উপর ৫০০ টাকার নোট ভেজাল তৈরি করেছে। ২ হাজার টাকার নোট ভেজাল তৈরি করেছে। আগে বলতাম জুমলা সরকার, এখন বলি ভেজাল সরকার।" 


বুধবার হাসিমারায় সরকারি উদ্যোগে আদিবাসী সম্প্রদায়ের একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।