কলকাতা: গোয়া (Goa) থেকে ফিরেই ফুলবাগানে আজ ভোটের প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা পুরভোটে ফুলবাগানে মমতার প্রথম সভা হল এদিনই। এদিকে, আজ রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া যায়। এই আবহে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ওমিক্রন মারাত্মক কিছু নয়, কিন্তু ছোঁয়াচে, ছড়ায় বেশি। কিন্তু মৃত্যু ভয় কম। ওমিক্রনে একজন ধরা পড়ছেন, কিন্তু বিমানের বাকি যাত্রীদের ছুঁইয়ে দিচ্ছে। বিমানের বাকি ৩০০ যাত্রী বলা সত্বেও সবার সঙ্গে মিশছেন।"

  


পাশাপাশি তিনি এও বলেন, "কলকাতা পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত করতে বলব। করোনার টিকাকরণে কলকাতা এক নম্বরে, বাংলাও এক নম্বরে। যারা একটি ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিন।" 


বুধবারই রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া যায়। আবুধাবি ফেরত ৭ বছরের শিশু ওমিক্রন-আক্রান্ত- হয়েছে। শিশুকে নিয়ে আবুধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতায় ফেরে পরিবার। আইসোলেশনে রাখা হয়েছে শিশুকে, স্বাস্থ্য দফতর সূত্রে খবর। কালিয়াচকে মামার বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে আক্রান্ত, এমনটাই সূত্রের খবর। আজই শিশুকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে, স্বাস্থ্য দফতর সূত্রে খবর। কলকাতা থেকে সড়কপথে কালিয়াচক ফেরে শিশুর পরিবার। কালিয়াচক যাচ্ছে স্বাস্থ্য দফতরের বিশেষ দল। 


আরও পড়ুন, কলকাতা পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত করতে বলব: মমতা বন্দ্য়োপাধ্যায়


এদিনের সভা থেকে মমতা বলেন, ‘কলকাতায় আরও বেশি পাম্পিং স্টেশন করতে হবে। অনেক বৃষ্টি হয়েছে, অন্য কেউ হলে সামলাতে পারত না। দিল্লি, মুম্বই, চেন্নাই একদিন বৃষ্টি হলে হাবুডুবু খায়, বাংলায় জল সরে যায়।আমরা এর জন্য আমরা অনেক পরিকল্পনা করেছি। ৬০০ কোটি দিয়ে টালা ট্যাঙ্ক ঢেলে সাজানো হচ্ছে। ২০২৪-র মধ্যে বাংলার গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দেব। কলকাতায় আরও ২০০ পাম্পিং স্টেশন তৈরি করব। 


তৃণমূল সুপ্রিমোর কথায়,  "যতটা পেরেছি, সব করে দিয়েছি, জানুয়ারিতে আবার দুয়ারে ক্যাম্প। আমরা যা বলি, ৩-৪ মাসের মধ্যে করে দিই, এটাই বাকিদের সঙ্গে আমাদের পার্থক্য। আগামী দিনে আমাদের লক্ষ্য শিল্পায়ন আর কর্মসংতৈরি করা।"