ঝিলম করঞ্জাই, কলকাতা: আরএসএসের অখিল ভারতীয় সর্বোচ্চ পদাধিকারীদের পর্যালোচনা বৈঠক বসছে কলকাতায়। ফেব্রুয়ারির ১ ও ২ তারিখ কেশব ভবনে অনুষ্ঠিত হতে চলা বৈঠকে সভাপতিত্ব করবেন সর সঙ্ঘ চালক মোহন ভাগবত।
আগামী দিনে দেশজুড়ে কোন পথে চলবে, কী নীতি ও কর্মসূচি নেবে সঙ্ঘ, সেবিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। মতুয়া-সহ বিভিন্ন ইস্যুতে যখন অস্বস্তিতে বঙ্গ বিজেপি, তখন আরএসএসের এই সর্বোচ্চ নীতি মূল্যায়ন ও পর্যালোচনা বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপি-তে ভাঙন অব্যাহত। সম্প্রতি নয়া রাজ্য কমিটি গঠনে বাঘা বাঘা নাম বাদ যাওয়ায় তা চরমে ওঠে।মতুয়া সম্প্রদায়ের নেতাদের কমিটিতে গুরুত্ব দেওয়া হয়নি বলে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন শান্তনু। কয়েক জন নেতা মিলে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন। একে একে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় রীতেশ, জয়প্রকাশদেরও। তার জেরে চলতি সপ্তাহের শুরুতেই তাঁদের সাময়িক ভাবে বরখাস্ত করা হয় বিজেপি থেকে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে, শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁদের বিরুদ্ধে এমন পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়।
রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জয়প্রকাশ জানান, প্রার্থী বাছাই থেকে ভোট পরিচালনা, সব ক্ষেত্রে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছেন কিছু নেতা। কলকাতা পুরসভা নির্বাচনের সময়ও তেমনই ঘটেছিল। টাকা-পয়সা ভাগাভাগিতেও বিপুল দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।
এ দিন রাতে আচমকাই ঠাকুরনগরে শান্তনুর বাড়িতে পৌঁছন রীতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদার। সেখানে তাঁদের মধ্যে জরুরি বৈঠক হয় বলে সূত্রের খবর। তবে কী নিয়ে আলোচনা করতে রাতে শান্তনুর কাছে ছুটে গেলেন রীতেশ এবং জয়প্রকাশ, তা এখনও পরিষ্কার ভাবে জানা যায়নি। এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস বিশ্বাস।