নয়া দিল্লি: বিধানসভা নির্বাচনের আগেই উত্তরপ্রদেশে আচমকাই বিজেপি ত্যাগ করলেন যোগী আদিত্যনাথের মন্ত্রীসভার একাধিক মন্ত্রী ও বিধায়কেরা। এই প্রেক্ষাপটে সমাজবাদী পার্টির মুখপাত্র আইপি সিং মঙ্গলবার লখনউতে বিজেপির সদর দফতরে উপহার হিসাবে একটি তালা পাঠিয়েছেন। 


টুইটারে বিজেপির স্বতন্ত্র দেব সিংকে উদ্দেশ্য করে আইপি সিংহ লিখেছেন, "ওমপ্রকাশ রাজভর জি, জয়ন্ত চৌধুরী জি, রাজমাতা কৃষ্ণ প্যাটেল জি, সঞ্জয় চৌহান জি এবং এখন স্বামীপ্রসাদ মৌর্য জি সমাজবাদী পার্টির সঙ্গে আছেন। তাই বিজেপির সদর দফতরে উপহার হিসেবে তালা পাঠিয়েছি। ১০ মার্চের ফলাফলের দিকে নজর রাখুন। এটা কোনও ঢেউ নয়। এটা সমাজবাদী পার্টির ঝড়।"


প্রসঙ্গত, আজ পদত্যাগ করলেন যোগী মন্ত্রিসভার সদস্য, শ্রমমন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য। তিনি, সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন বলে ট্যুইটে দাবি করেছেন অখিলেশ যাদব। স্বামীপ্রসাদ মৌর্যের সঙ্গে কথা বলার জন্য উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যকে দায়িত্ব দিয়েছে বিজেপি। পদত্যাগ করলেন আরও ৩ বিজেপি বিধায়ক।


যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেই স্বামীপ্রসাদ মৌর্য সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন বলে ছবি ট্যুইট করেন অখিলেশ যাদব। পদত্যাগ করেছেন, মৌর্য ঘনিষ্ঠ ৩ বিজেপি বিধায়ক রোশনলাল বর্মা, ব্রজেশ প্রজাপতি এবং ভগবতীসিংহ সাগর। তাঁরাও অখিলেশের সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন বলে জল্পনা। বিজেপি ছাড়ার পরই, যোগী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন যোগী মন্ত্রিসভার সদ্য প্রাক্তন সদস্য।


স্বামীপ্রসাদ মৌর্য, বিজেপি ছাড়ার পরই, অখিলেশ যাদব ট্যুইট করে বলেন, "সামাজিক ন্যায়বিচার এবং সাম্যের জন্য লড়াই করা জনপ্রিয় নেতা শ্রী স্বামীপ্রসাদ মৌর্যজি এবং তাঁর সঙ্গে সমাজবাদী পার্টিতে আসা অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাই। সামাজিক ন্যায়বিচারের বিপ্লব হবে... বাইশেই পরিবর্তন হবে।" 


স্বামীপ্রসাদ মৌর্যের সঙ্গে কথা বলার জন্য উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যকে দায়িত্ব দিয়েছে বিজেপি। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেন, "আমি জানি না, স্বামীপ্রসাদ মৌর্যজি কেন পদত্যাগ করেছেন। আমি তাঁকে কথা বলার জন্য আবেদন করছি। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তগুলি প্রায়শই ভুল প্রমাণিত হয়।"  


উল্লেখ্য, উত্তরপ্রদেশের পড্রৌনার ৩ বারের বিধায়ক স্বামীপ্রসাদ মৌর্য। ২০১৬’র বিধানসভা ভোটের আগে তিনি বিএসপি ছেড়ে বিজেপিতে যোগ দেন। এবার বিধানসভা ভোটের মুখে তিনিই বিজেপি ছাড়লেন। স্বামীপ্রসাদ মৌর্যের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে সকলেরই। বদায়ুঁর সাংসদ স্বামীপ্রসাদের মেয়ে সঙ্ঘমিত্রা। তিনি কী করবেন? সেদিকেও নজর রয়েছে।