কলকাতা: ত্রিপুরার পাশাপাশি গোয়ার বিধানসভা ভোটও লক্ষ্য তৃণমূলের। এই প্রেক্ষাপটে এবার গোয়ার বিধানসভা ভোটে তৃণমূলের লড়াই পরিচালনার দায়িত্ব দেওয়া হল মহুয়া মৈত্রকে। কৃষ্ণনগরের সাংসদকে।
পশ্চিমবঙ্গের বাইরে নিজেদের ক্ষমতা বিস্তার করতে ত্রিপুরা এবং গোয়া বিধানসভাকে পাখির চোখ করেছে তৃণমূল। শনিবার তৃণমূল কংগ্রেসের তরফে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বিবৃতিতে জানিয়েছে, "মাননীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার আসন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছেন। তৃণমূলের তরফেও সেই ভাবনা রাখা হচ্ছে। সেই অনুযায়ী কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, গোয়া ইউনিটের প্রধান করা হল।"
এদিকে, রাজ্যসভায় বাংলা থেকে অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে, তৃণমূলের প্রার্থী হচ্ছেন লুইজিনহো ফালেইরো। আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগে, সেখানে সক্রিয় হয়েছে তৃণমূল। সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। তাঁকে তৃণমূলের সর্বভারতীয়-সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন, কালীপুজোর জলসায় বিজেপি বিধায়কের 'উদ্দাম নাচ', ভাইরাল ভিডিও
এই প্রেক্ষাপটে, এবার গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী করা হল। তৃণমূল সূত্রে খবর, গোয়া বিধানসভা নির্বাচনেও লুইজিনহো ফালেইরোকে প্রার্থী করা হতে পারে। ২৯ নভেম্বর রাজ্যসভার আসনে ভোটগ্রহণ হবে। মঙ্গলবার, রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন লুইজিনহো ফালেইরো।
শনিবার, তৃণমূলের তরফে ট্যুইট করে বলা হয়, আমরা আশাবাদী, দেশের জন্য ফালেইরোর অবদানকে স্বীকৃতি দেবে মানুষ। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ বলেন, "আমার এটা ভেবে খুল ভাল লাগছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তৃণমূলকে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস আমাদের নেতৃত্ব শুরু করেছেন, সেটার দিকে আরও এক পা অগ্রসর হলাম। আমার ছেড়ে যাওয়া আসনে, তাঁর যোগদান তৃণমূলের জন্য গুরুত্বপূর্ণ। আমি খুব খুশি।"