মুম্বই: মহারাষ্ট্রে অনায়াসে আস্থা ভোট জিতল উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন মহাবিকাশ আঘাড়ি জোটবন্ধন। ম্যাজিক নাম্বার ১৪৫, তারা ১৬৯ জন বিধায়কের সমর্থন পেয়েছে। তবে ওয়াক আউট করে বিজেপি।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা এমএনএস আগেই স্পষ্ট করে দেয়, তারা সরকারের পক্ষে ভোট দেবে না। জোটবন্ধনের হয়ে আস্থা ভোট চান কংগ্রেসের অশোক চহ্বান, এনসিপির নবাব মালিক ও শিবসেনার একনাথ শিন্দে। কিন্তু বিজেপি ওয়াটকআউট করে, বলে, প্রোটেম স্পিকার নিযুক্তি সংক্রান্ত নিয়ম মানা হয়নি। রাজ্যপাল নিযুক্ত প্রোটেম স্পিকারকে বদলে দেওয়া হয়েছে, স্পিকার নির্বাচন ছাড়া আস্থা ভোট হয় না, তাই এই আস্থা ভোটে তারা যোগ দেবে না। বন্দে মাতরম গাওয়ার পর বিশেষ অধিবেশন বসার কথা, তাও এ ক্ষেত্রে করা হয়নি। রাজ্যপালের কাছে এ সব ব্যাপারে অভিযোগ করা হবে বলে তারা জানিয়েছে।

যদিও প্রোটেম স্পিকার দিলীপ বাসলে পাটিল বলেছেন, রাজ্যপালের অনুমতি নিয়েই যা করার হয়েছে, কোনও নিয়মলঙ্ঘন হয়নি।

এরপর আস্থা ভোটে ২৮৮ সদস্যের বিধানসভায় ১৬৯টি ভোট পড়ে জোটের পক্ষে। অর্থাৎ বিধানসভা ভোটের ১ মাস পর অবশেষে মহারাষ্ট্রে পাকাপাকিভাবে সরকার গঠিত হল।