লখনউ: তালিবানি দাপটে ত্রস্ত আফগানিস্তান, পাকিস্তান। কিন্তু সেই সীমান্ত পেরিয়ে যদি তারা ভারতের দিকে অগ্রসর হয় তাহলে 'এয়ারস্ট্রাইকের' জন্য তৈরি দেশ, রবিবার এমন সুরেই হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 


যোগীর কথায়, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে, দেশটি শক্তিশালী হয়ে উঠছে। কোনও দেশই ভারতের দিকে চোখ তুলতে সাহস করতে পারে না। তালিবানদের কারণে আজ পাকিস্তান এবং আফগানিস্তান অসহায় বোধ করছে। কিন্তু, তালিবানদের জানিয়ে রাখা ভাল যে ভারতের দিকে আসলে দেশও প্রস্তুত এয়ার স্ট্রাইকের জন্য।" 


শুধু তাই নয়, সম্প্রতি ভগবান রাম নিয়ে মন্তব্য করে ফের সমালোচনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন যে রাম হল বিশ্বাসের প্রতীক। তাই যারা রামের নামের বিরোধিতা করেছেন তাঁদের দুর্ভাগ্যের মুখোমুখি পড়তে হয়েছে। অযোধ্যায় একটি জাতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, যে তাঁরা কখনই ভগবান রামকে রাজনীতির সঙ্গে যুক্ত করেননি। কারণ রাম তাঁদের কাছে বিশ্বাসের প্রতীক।                                                              


যোগীর কথায়, "যারা ভগবান রামের বিরোধিতা করেছিল তারাও দুর্ভাগ্যের মুখোমুখি হয়েছে।" অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন যে কাবুল সহ বিশ্বের বিভিন্ন পবিত্র নদীর জল মন্দিরে পাঠানো হয়েছিল। বিজেপি নেতা বলেন, "আফগানিস্তানে সন্ত্রাসের ছায়ায় বসবাসকারী মহিলাদের ভগবান রামের প্রতি এত বিশ্বাস রয়েছে। তাদের বিশ্বাসকে সম্মান করার জন্য, প্রধানমন্ত্রী মোদি নিজেই আমাকে অযোধ্যায় পাঠিয়েছিলেন কাবুল থেকে পাঠানো জল সরবরাহ করতে।"  


রাম রাজ্যের অর্থ ধর্মীয় রাষ্ট্র এমনটা নয়, এ কথাও জানান যোগী। তিনি বলেন রাম রাজ্যের অর্থ হল যেখানে দরিদ্রদের সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হয়।