গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ফেন্সিং দিয়ে বাড়ির সামনের জমি বেআইনিভাবে দখলের (Land Grabbing) অভিযোগ উঠল বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার (Anupam Hazra) বাবার বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের (TMC) বিরুদ্ধে বাবাকে হেনস্থার অভিযোগ তুলছেন বিজেপির (BJP) কেন্দ্রীয় সম্পাদক। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


অনুপম হাজরার বাড়ির সামনে দেওয়া হচ্ছিল বেড়া। পুলিশের উপস্থিতিতে কাজ বন্ধ করে দিল পঞ্চায়েত। বিতর্ক বীরভূমের সীমান্তপল্লিতে। বাবাকে হেনস্থা করার অভিযোগ তুললেন তিনি। অভিযোগের তির তৃণমূলকে দিকে।গত কয়েকদিন ধরে বীরভূমের সীমান্তপল্লির বাড়িতে রয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। শনিবার থেকে বাড়ির সামনের একটি অংশে বেড়া দেওয়ার কাজ করাচ্ছিলেন তাঁর বাবা। অনুপমের অভিযোগ, রবিবার সকালে কাজ চলাকালীন আচমকা পঞ্চায়েতের লোকজন পুলিশ নিয়ে এসে কাজ বন্ধ করতে বলে। হেনস্থা করা হয় তাঁর বাবাকে। তা নিয়ে ফেসবুকে সরব হন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম। “গত কয়েকদিন ধরে বীরভূমের ঘরছাড়া বিজেপি কর্মীদের পাশে দাঁড়াবার immediate পার্শ্ব প্রতিক্রিয়া। নিজেদের জায়গা সীমানা দেওয়ার সময় পুলিশি বাধার মুখে আমার বাবা।’’



এই অভিযোগ উঠতেই অনুপম হাজরা বলেন, “বীরভূমে আমি আসার পর বীরভূমের মাটি শক্ত হচ্ছে। বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির কর্মী-সমর্থকেরা আমার সঙ্গে দেখা করছে মূলত এইটাই রাগ। তৃণমূলের চক্রান্তেই আমার জমির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি আমার বাবা কেউ হেনস্থা করা হয়েছে।’’


পঞ্চায়েতের পাল্টা অভিযোগ, বেআইনিভাবে জমি দখল করছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের বাবা। রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা নরেন্দ্রনাথ সরকার বলেন, “অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সঠিক কাগজপত্র আছে নাকি সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে,শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।’’ এই বিষয়ে বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, অনুপমের কাজ অন্যের জমি জায়গা দখল করা। এইক্ষেত্রে আইন আইনের পথে চলবে। রূপপুর পঞ্চায়েত সূত্রে খবর, আপাতত বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখা রয়েছে।