লখনউ: লখনউয়ে চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তোলপাড় উত্তরপ্রদেশ (Uttarpradesh)। প্রবল সমালোচনার মুখে যোগী আদিত্যনাথের সরকার। শিক্ষক নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে গতকাল লখনউয়ে প্রতিবাদ মিছিল করছিলেন চাকরিপ্রার্থীরা। সেই সময় পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে শিক্ষকের খালি পদে নিয়োগের দাবিতে শনিবার সন্ধ্যায় মোমবাতি মিছিল করেন চাকরিপ্রার্থীরা ৷ অভিযোগ সেই মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে ৷


পিলিভিটের বিজেপি (BJP) সাংসদ বরুণ গাঁধীর (Varun Gandhi) প্রশ্ন, চাকরিপ্রার্থীরা আপনার সন্তান হলে কি তাঁদের সঙ্গে এই ব্যবহার করা হত? বিজেপির সমালোচনায় বরুণ গাঁধী তাঁর টুইটারে লেখেন, ‘‘এটা ভুলে যাবেন না, যাঁদের উপর আপনারা লাঠিচার্জ করছেন, তাঁরাও ভারত মায়ের সন্তান ৷ আপনারা নিজেদের সন্তানের সঙ্গেও একইরকম আচরণ করেন ?’’                             



শনিবার লখনউ বিজেপি অফিসের বাইরে ঘেরাও করেন চাকরিপ্রার্থীরা ৷ উত্তরপ্রদেশের সাধারণ শিক্ষা দফতরের অন্তর্গত ৬৯ হাজার নিয়োগ করা হচ্ছে ৷ চাকরিপ্রার্থীদের দাবি ছিল, সেখানে আরও ২২ হাজার জনকে নিয়োগ করা হোক ৷ সেই নিয়েই শনিবার সন্ধ্যায় বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা ৷ কিন্তু, সেই আন্দোলনে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে নিজের দলের বিরুদ্ধেই সরব হয়েছেন বরুণ গাঁধী ৷             


উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতিক্রিয়া, রাজ্যের ২৫ কোটি মানুষই তাঁর পরিবার। পুলিশের লাঠিচার্জের নিন্দা করেছে বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টিও।                             


ঘটনার নিন্দায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ট্যুইটারে লেখেন, বিজেপি যখন ভোট চাইতে আসবে, তখন এই ঘটনা মনে রাখবেন। প্রতিবাদ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও।