দীপক ঘোষ, কলকাতা : এবার ভাইরাল অডিও ক্লিপ বিতর্কে নাম জড়াল সৌমিত্র খাঁর। কথোপকথনে শোনা যায়, লোকসভা ভোটে বাংলায় তিনটের বেশি আসন পাবে না বিজেপি। তৃণমূল বা তাঁর বিরোধীরা এর সঙ্গে যুক্ত বলে দাবি বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। 


সামনেই পুরভোট ! কিন্তু ২০২৪-এর লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি কতগুলি আসন পেতে পারে, তা নিয়ে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপই শনিবার শোরগোল ফেলে দিল বঙ্গ রাজনীতিতে ! ভাইরাল হওয়া এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে দাবি করা হয়েছে, অডিও ক্লিপে একটি কণ্ঠস্বর বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ-র।


তাঁর ছবি দিয়ে ভাইরাল হওয়া এই অডিও ক্লিপে উঠে এসেছে দিলীপ ঘোষের পারফরম্যান্সের প্রসঙ্গও ! একটি কণ্ঠস্বরে প্রশ্ন করতে শোনা যায়, দিলীপবাবু যে কথাটা বলল যুব নেতা ? 


অপর কণ্ঠস্বর থেকে উত্তর আসে, নিজের বুথে ৬৮০ ভোটে হেরেছে। রাজ্যের চিফ মিনিস্টার, যার জন্য সাপোর্ট করেছিলাম নিজের বুথে ৬৮০ ভোটে হেরেছে। নিজের পঞ্চায়েতে ২ হাজার ভোটে হেরেছে। নিজের বিধানসভায় হেরেছে। নিজের এলাকায় একটিমাত্র বিধানসভায় জিতেছে। ছাড়ো। বড় বড় কথা সব অন্য জায়গায় বলবে।


কয়েক মাস আগে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়া এ রাজ্যের সাংসদদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এই অডিও ক্লিপে ! 
কণ্ঠস্বর ১: যে চারজন মন্ত্রী হল, শান্তনু ঠাকুর বাদে বাকি তিন মন্ত্রী কোনও কাজে লাগবে না।
কণ্ঠস্বর ২: একদম ঠিক বলেছেন।
কণ্ঠস্বর ১: নিশীথ প্রামাণিক এতগুলো দফতরের মন্ত্রী হল পার্টি অফিসের ছেলেরা একটাও উপকৃত হবে না। পার্টির ছেলেরা কিস্যু উপকৃত হবে না। সুভাষ সরকার হয়েছে। হতে পারে দীর্ঘদিনের লোক। পার্টির ছেলেরা কিছু উপকৃত হবে না। তুমি ভাই, বাঁকুড়া লোকসভায় জিতবে ? 
কণ্ঠস্বর ২: না।
কণ্ঠস্বর ১: কোনটায় জিতবে ভাই ? আর কোনও জেতার জায়গা নেই। আমি লড়াই করছি। ৫০-৫০ পজিশনে আছি। আর তুমি জিতবে একটা দার্জিলিং, আর উত্তরবঙ্গের আরেকটা সিট জিতবে। চারটে সিট হয়তো জিততে পারবে। আমার হয়তো ৫০-৫০। তিনটে সিট কনফার্ম, এইটুকু। আর কিছু তুমি রেজাল্ট ভেবো না। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী একটা সিটেও জিতবে না। লিখে নাও।


বিধানসভা উপনির্বাচনে নিশীথ প্রামাণিকের ছেড়ে আসা দিনহাটায় রেকর্ড ভোটে জিতেছে তৃণমূল। আগামী পঞ্চায়েত নির্বাচনে সেখানে কী হতে পারে, তা নিয়েও কথোপকথন রয়েছে এই অডিও ক্লিপে। 



কণ্ঠস্বর ১: শোনো, নিশীথ প্রামাণিক কিস্যু নেই। তোমাকে একটা কথা বলি, দিনহাটায় পঞ্চায়েত ভোট হবে, নিশীথ প্রামাণিক ৫০ হাজার ভোটে হারবে। এটা মিলিয়ে নেবে। ৫০ হাজার ভোটে হারব। শান্তনু ঠাকুর ছাড়া একটা মন্ত্রীও টিকিট পাবে না ভাই।
 
যদিও গোটা বিষয়টিকে চক্রান্ত বলে দাবি করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বলেন, বাজারে অনেক সময় কিছু কিছু অডিও যারা আমার বিরোধী, তৃণমূল কংগ্রেস এসব নিয়ে করে। যারা শুভাকাঙ্খী নয়, তারা বাজার গরম করার চেষ্টা করে। আমার তো মনে হয় ফেক। এমন কোনও কথা হয়নি।


যদিও ভাইরাল অডিও ক্লিপ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। অন্যদিকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদের পাশে দাঁড়িয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যর বক্তব্য, সৌমিত্র খাঁ জানিয়েছেন অডিওটি ফেক। সুতরাং ফেক অডিও নিয়ে মন্তব্যের জায়াগা নেই। এমন অনেক ফেক অডিও-ভিডিও বাজারে ঘোরে।