শিলিগুড়ি : 'কীভাবে বলে জানেন! টুকে নিয়ে এসে সব বলে। একটা স্বচ্ছ কাচের মতো জায়গায় লেখাটা থাকে। লোকে ভাবে কী বাংলাই না বলছে। ওটা আসলে গুজরাতিতে বাংলা লিখে এনে বলে ঠিক এই ভাষাতেই আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


শুধু মুখে বলাই নয়, হাতেকলমে বিষয়টা করে দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিপ্রম্পটারে নরেন্দ্র মোদির বক্তব্য দেওয়া বোঝাতে গ্যাসের সিলিন্ডারের কাগজের কাটআউট হাতে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেটা নাড়িয়ে-চাড়িয়ে দেখানোর মাঝে বাড়তে থাকে তৃণমূল সুপ্রিমোর আক্রমণের ঝাঁঝ।


নরেন্দ্র মোদির উদ্দেশে আক্রমণের সুর বাড়িয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'একজন প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলে ভাবাই যায় না।' এরকম কথা বলে আসলে নিজের পদের অমযার্দাই তিনি করছেন বলে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী।


পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে রোড শো-র পর জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। যেখানে তিনি আক্রমণের সুর চড়ান গ্যাস ও পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে। কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনাকে খোঁচা দিয়ে মমতার সংযোজন, 'মা-বোনেদের মুখে হাসি কেড়ে নিয়েছেন। গ্যাসের দাম প্রায় ৯০০ টাকায় ঠেকেছে। মনে রাখবেন মা-বোনেদের কষ্ট দিলে ভাই-ছেলেরা ছেড়ে কথা বলবে না।'


(আরও পড়ুন


‘আমি বীতশ্রদ্ধ’, এলপিজি-র মূল্যবৃদ্ধি নিয়ে মোদিকে নিশানা মমতার)


পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার হাঁটেন তৃণমূলনেত্রী। দুপুর দুটো নাগাদ দার্জিলিং মোড় থেকে শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। তাঁর সঙ্গে থাকবেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান। সেইসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যরা। কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৪৫ টাকা ৫০ পয়সা।একই সঙ্গে সম্প্রতি লাগাতার দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের।


আগেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাড়ি থেকে নবান্ন পর্যন্ত ইলেকট্রিক স্কুটারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।