শিলিগুড়ি : বিজেপির ব্রিগেড সমাবেশের দিন শিলিগুড়িতে পদযাত্রা শুরুর আগে নরেন্দ্র মোদিকে নিশানা করে ট্যুইট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, প্রতিদিন এলপিজি-র দাম বাড়িয়ে বিজেপি সাধারণ মানুষকে লুঠ করছে। মোদি জমানায় মহিলারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। কর ছাড়ের মানুষের উপর বোঝা কমাতে আগ্রহী নয় কেন্দ্র। গোটা বিষয়টিতে আমি বীতশ্রদ্ধ। এর প্রতিবাদে আজ মহিলাদের নিয়ে শিলিগুড়িতে মিছিল করব। মোদির সভার আগে ট্যুইট মুখ্যমন্ত্রীর।
পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার হাঁটবেন তৃণমূলনেত্রী।দুপুর দুটো নাগাদ দার্জিলিং মোড় থেকে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। তাঁর সঙ্গে থাকবেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান। সেইসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যরা।
কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৪৫ টাকা ৫০ পয়সা।একই সঙ্গে সম্প্রতি লাগাতার দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের।



এই পরিস্থিতিতে যখন নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, তখন পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করছেন তৃণমূল নেত্রী। গতকালই তিনি বলেছেন, সিলিন্ডার নিয়ে মিছিল, মহিলারা থাকবেন...আমরা যখন বিনা পয়সায় খাবার দিচ্ছি, তখন কেন্দ্র গ্যাসের দাম বাড়াচ্ছে।
গত মাসে নরেন্দ্র মোদির বঙ্গ সফরের মধ্যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিল তৃণমূল। কলকাতার পাশাপাশি, রাজ্যজুড়ে অবস্থান-বিক্ষোভ করা হয়।



নির্বাচনকে সামনে রেখে রবিবার যখন ব্রিগেডের ময়দানে নামছেন নরেন্দ্র মোদি, তখন সাধারণ মানুষের সমস্যাগুলিকে হাতিয়ার করে ভোটের মুখে পাল্টা পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।